শনিবার   ১০ জানুয়ারি ২০২৬   পৌষ ২৬ ১৪৩২   ২১ রজব ১৪৪৭

কাফরুলে র‌্যাবের অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার ১

রাফিউল ইসলাম তালুকদার

প্রকাশিত : ০৫:১৮ পিএম, ৮ জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার

বুধবার (৭ জানুয়ারি) সন্ত্রাসবিরোধী অভিযানে এক ব্যক্তিকে অবৈধ বিদেশি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ গ্রেফতার করেছে রাজধানীর কাফরুল থানাধীন সেনপাড়া এলাকায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪)।

 

র‌্যাব-৪ জানিয়েছে, গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ মাহমুদুর রহমান খান সনি (৪৬)। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অবৈধ দেশি ও বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধারে তার বাসায় অভিযান পরিচালনা করা হয়।

 

র‌্যাব জানায়, মাহমুদুর রহমান পালানোর চেষ্টা করলেও অভিযানিক দল দক্ষতার সাথে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অবৈধ অস্ত্র থাকার বিষয়টি স্বীকার তিনি। এর পর সম্পূর্ণ ঘর তল্লাশি করে ১টি বিদেশি পিস্তল, ৬ রাউন্ড তাজা গুলি, ১ রাউন্ড গুলির খোসা এবং ১টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। 

 

র‌্যাবের প্রাথমিক তদন্তে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তি এই অস্ত্র ব্যবহার করে রাজধানীর মিরপুর, কাফরুল, দারুসসালাম ও আশেপাশের এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করতেন। এছাড়া, তিনি পেশাদার অপরাধীদের ভাড়ায় অস্ত্র সরবরাহ করতেন, যা খুন, চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হতো।

 

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রাথমিকভাবে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে মাহমুদুর রহমানকে।