শনিবার   ১০ জানুয়ারি ২০২৬   পৌষ ২৬ ১৪৩২   ২১ রজব ১৪৪৭

ট্রাম্পের মন্তব্যের পর নিশ্চুপ মোদিকে রাহুলের কটাক্ষ

তরুণকণ্ঠ অনলাইন

প্রকাশিত : ০৩:৫৮ পিএম, ৮ জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার

ভারতের বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন। তিনি মোদিকে ‘চাপের মুখে আত্মসমর্পণকারী’ বলে মন্তব্য করেন এবং তার নেতৃত্বের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নেতৃত্বের তুলনা টানেন।

 

রাহুল গান্ধীর এই মন্তব্য আসলো এমন এক সময়ে, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, প্রধানমন্ত্রী মোদি তাঁর সঙ্গে সাক্ষাতের অনুরোধ করেছিলেন। ট্রাম্প বলেন, মোদি তাকে অনুরোধ করে বলেছিলেন, তিনি কি তার সঙ্গে দেখা করতে পারেন।

 

ট্রাম্প আরও উল্লেখ করেন, ভারত বর্তমানে যুক্তরাষ্ট্রকে বিপুল পরিমাণ শুল্ক দিচ্ছে এবং রাশিয়ার কাছ থেকে তেল কেনার পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমিয়েছে। ভারতীয় রপ্তানি পণ্যের ওপর যুক্তরাষ্ট্র মোট ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে, যার মধ্যে ২৫ শতাংশ শুল্ক রাশিয়ার তেল কেনার কারণে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে আরোপ করা হয়েছে।

 

রাহুল গান্ধী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি ভিডিও পোস্ট করেন। ক্যাপশনে লেখেন, ‘ফারাক সমঝিয়ে স্যারজি’। পোস্টে তিনি দাবি করেন, সামান্য চাপ দিলেই বিজেপি-আরএসএস নেতারা ভীত হয়ে পড়েন এবং ট্রাম্পের ইঙ্গিত পাওয়ার পরই মোদি আত্মসমর্পণ করেছেন।

 

১৯৭১ সালের যুদ্ধের প্রসঙ্গ টেনে রাহুল লেখেন, তখন মার্কিন চাপ সত্ত্বেও ভারত মাথা নত করেনি। তিনি বলেন, সপ্তম নৌবহর আসার পরও ইন্দিরা গান্ধী দৃঢ় অবস্থানে ছিলেন এবং দেশের স্বার্থে সিদ্ধান্ত নিয়েছিলেন। এটাই বর্তমান নেতৃত্বের সঙ্গে মূল পার্থক্য।

 

ট্রাম্প বলেন, মোদির সঙ্গে তার সম্পর্ক ভালো হলেও ভারত এখন আগের তুলনায় অনেক কম তেল কিনছে এবং শুল্ক ইস্যুতে দুই দেশের মধ্যে একাধিক দফা আলোচনা হলেও এখনো কোনো চূড়ান্ত বাণিজ্যচুক্তি হয়নি। তিনি আরও জানান, ভারত অ্যাপাচি হেলিকপ্টার সরবরাহে বিলম্বের বিষয়টিও তুলেছে।