বৃহস্পতিবার   ০৮ জানুয়ারি ২০২৬   পৌষ ২৪ ১৪৩২   ১৯ রজব ১৪৪৭

দেশের সর্বনিম্ন তাপমাত্রা ঈশ্বরদীতে

প্রকাশিত : ০৪:০৩ পিএম, ৫ জানুয়ারি ২০২৬ সোমবার

হাড় কাঁপানো শীতে কাঁপছে পাবনা। আজ (৫ জানুয়ারি) সকাল ৯টায় পাবনার ঈশ্বরদীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.৪ ডিগ্রি সেলসিয়াস।

 

গতকাল পাবনায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস। এর আগে শনিবার ৯ ডিগ্রি এবং শুক্রবার (২ জানুয়ারি) ৮.৮ ডিগ্রি রেকর্ড করা হয়েছিল।

 

মৃদু শৈতপ্রবাহের কারণে খেটে খাওয়া মানুষ শীতের তীব্রতায় কষ্ট পাচ্ছেন। সকাল থেকে সূর্যের দেখা না পাওয়া ও ঘন কুয়াশার কারণে তারা ঠিকমতো কাজে যেতে পারছেন না। দুপুরে কুয়াশা কেটে রোদ উঠলেও শীতের তীব্রতা কমছে না।

 

ছিন্নমূল ও দরিদ্র মানুষ শীতবস্ত্রের অভাবে কষ্ট করছেন। অনেকে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।

 

অন্যদিকে শীতের তীব্রতার কারণে হাসপাতালে বাড়ছে ঠাণ্ডাজনিত রোগীর সংখ্যা। পাবনা জেনারেল হাসপাতালের হিসাব রক্ষক সোহেল রানা জানান, গত ২৪ ঘণ্টায় নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত অন্তত ৬০ জন রোগী ভর্তি হয়েছেন, যার মধ্যে শিশু ও বয়োবৃদ্ধের সংখ্যা বেশি।