বৃহস্পতিবার   ০৮ জানুয়ারি ২০২৬   পৌষ ২৪ ১৪৩২   ১৯ রজব ১৪৪৭

কড়িকান্দি বাজার এলাকায় সড়ক সংস্কারে স্বেচ্ছাশ্রমের উদ্যোগ

তিতাস প্রতিনিধি

প্রকাশিত : ০৩:৫০ পিএম, ৫ জানুয়ারি ২০২৬ সোমবার

কুমিল্লার তিতাস উপজেলায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ভাঙাচোরা সড়কের খানাখন্দ সংস্কার করা হয়েছে। রবিবার দুপুরে উপজেলার গৌরীপুর-হোমনা সড়কের কড়িকান্দি বাজার এলাকায় এ কাজ সম্পন্ন হয়।

 

স্থানীয়দের দুর্ভোগ লাঘবে তিতাস উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ স্বেচ্ছাশ্রম ও নিজস্ব উদ্যোগে কংক্রিট ও বালু ব্যবহার করে সড়কের ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করেন।

 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর তিতাস উপজেলার আমির ইঞ্জিনিয়ার মো. শামীম সরকার এবং সাধারণ সম্পাদক মো. ছালাউদ্দিন সরকার এ কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে কাজটি বাস্তবায়ন করেন।

 

এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন তিতাস উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. মোশাররফ হোসেন মুন্সী, কড়িকান্দি ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মনির হোসাইন, বাইতুল মাল সেক্রেটারি নুর নবী খান, কড়িকান্দি ইউনিয়ন শূরা ও কর্মপরিষদের সদস্য সোহেল হোসেন ভূঁইয়া, ১ নং ওয়ার্ড সভাপতি বিএম ডালিম, উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি রাসেল আহমেদসহ স্থানীয় নেতাকর্মীরা।

 

স্থানীয়রা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে সড়কটি ভাঙাচোরা থাকায় চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল। সংস্কারের ফলে সাময়িকভাবে হলেও জনদুর্ভোগ কমবে বলে তারা আশা প্রকাশ করেছেন।