র্যাব-৯-এর অভিযানে শ্রীমঙ্গলে ১১টি এয়ারগান উদ্ধার
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত : ০৩:০০ পিএম, ৫ জানুয়ারি ২০২৬ সোমবার
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পরিত্যক্ত অবস্থায় ১১টি এয়ারগান উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯।
রোববার (৫ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে র্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, অস্ত্র উদ্ধার সংক্রান্ত বিশেষ অভিযানের অংশ হিসেবে র্যাব-৯-এর একটি আভিযানিক দল গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও ইউনিয়নের লচনা এলাকায় অভিযান চালায়। চা-কন্যা ভাস্কর্যের উত্তর পার্শ্বে ঝোপঝাড়ের ভিতরে এয়ারগান পরিত্যক্ত অবস্থায় পড়ার তথ্য পেয়ে র্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ব্যাপক তল্লাশি চালায়।
তল্লাশিকালে ঝোপের মধ্যে থাকা দুটি প্লাস্টিকের বস্তায় মোড়ানো মোট ১১টি এয়ারগান উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকে শনাক্ত বা আটক করা যায়নি।
র্যাব জানিয়েছে, উদ্ধারকৃত এয়ারগানগুলো নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহার হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার হওয়া এয়ারগানগুলো শ্রীমঙ্গল থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে র্যাব-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।
