মধ্যরাতে চট্টগ্রামে তিন শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত : ০১:২৯ পিএম, ৫ জানুয়ারি ২০২৬ সোমবার
ন্যাশনাল এনভায়রমেন্ট এন্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশন চট্টগ্রাম জেলা কমিটির উদ্যোগে চট্টগ্রামে সুবিধাবঞ্চিত তিন শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) মধ্যরাতে চট্টগ্রাম নগরীর নয়াবাজার, অলংকার, একে খান, আকবরশাহ, আমবাগান, টাইগারপাস ও দেওয়ানহাট এলাকায় এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।
শীতবস্ত্র বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ন্যাশনাল এনভায়রমেন্ট এন্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবদুল আজিজ।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মোঃ ইব্রাহিম খলিল, চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি লায়ন মোহাম্মদ ফারুক আহাম্মদ, সহ-সভাপতি ইনাম এলাহী চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মমিনুল হক খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক মনজুর আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক মোঃ নুর উদ্দীন, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, সমাজকল্যাণ সম্পাদক হাজী মাইন উদ্দিন, সহ-দফতর সম্পাদক সোয়াইবুল ইসলাম নিরবসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
শীতবস্ত্র বিতরণ শেষে সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবদুল আজিজ বলেন, ‘অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। মানুষ মানুষের জন্য। দরিদ্র অসহায় মানুষরা দেশ ও সমাজেরই অংশ। তাই সমাজের বিত্তশালীসহ সকলের উচিৎ ছিন্নমূল, অসহায়, গরিব ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়াঁনো। শীত বস্ত্র বিতরণ শুধুমাত্র অসহায় মানুষের প্রতি করুণা নয়, বরং আমরা তাদের পাশে আছি এই সাহস যোগানো। সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করে হৃদয়ের মানবতাবোধকে জাগ্রত করুন, সমাজের বিত্তবান সহ সকলের প্রতি আহ্বান করছি।’
