ত্রয়োদশ সংসদ নির্বাচন: ২৮ শতাংশ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল
তরুণ কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত : ১১:১২ এএম, ৫ জানুয়ারি ২০২৬ সোমবার
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে জমা পড়া মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের কাজ শেষ হয়েছে। নির্বাচন কমিশনের (ইসি) হিসাব অনুযায়ী, সারা দেশে ৩০০ আসনে জমা পড়া মোট ২ হাজার ৫৬৮টি মনোনয়নপত্রের মধ্যে ৭২৩টি বাতিল ঘোষণা করা হয়েছে। ফলে মনোনয়নপত্র বাতিলের হার দাঁড়িয়েছে মোট প্রার্থীর ২৮ শতাংশ।
বর্তমানে ১ হাজার ৮৪২ জন প্রার্থীর মনোনয়ন বৈধ বলে গণ্য হয়েছে। বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যায় রয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। দলভিত্তিক হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ বাতিল হয়েছে জাতীয় পার্টির (জাপা)।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল
|
দল/প্রার্থী ধরণ |
বাতিলের সংখ্যা |
|
স্বতন্ত্র প্রার্থী |
৩৩৮ জন |
|
জাতীয় পার্টি (জাপা) |
৫৯ জন |
|
ইসলামী আন্দোলন বাংলাদেশ |
৩৯ জন |
|
বিএনপি |
২৫ জন |
|
সিপিবি |
২৫ জন |
|
জামায়াতে ইসলামী |
১০ জন |
|
এনসিপি |
৩ জন |
বিশেষ দ্রষ্টব্য: সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে তিনটি আসনে (ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩) মনোনয়ন জমা দেওয়া হলেও গত ৩০ ডিসেম্বর তাঁর মৃত্যুর কারণে ওই আসনগুলোর মনোনয়ন যাচাই-বাছাই প্রক্রিয়ায় রাখা হয়নি।
যাঁদের মনোনয়নপত্র বাতিল হয়েছে, তাঁরা আজ সোমবার (৫ জানুয়ারি) থেকে ৯ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।
-
আপিল আবেদন: ৫ জানুয়ারি – ৯ জানুয়ারি
-
আপিল নিষ্পত্তি: ১০ জানুয়ারি – ১৮ জানুয়ারি
-
প্রার্থিতা প্রত্যাহার: ২০ জানুয়ারি
-
প্রতীক বরাদ্দ: ২১ জানুয়ারি
-
ভোট গ্রহণ ও গণভোট: ১২ ফেব্রুয়ারি
নির্বাচন কমিশন সচিবালয় জানিয়েছে, আপিল গ্রহণের জন্য আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অঞ্চলভিত্তিক ১০টি আলাদা বুথ প্রস্তুত রাখা হয়েছে।
