তিন মাসের জন্য স্থগিত এনইআইআর কার্যক্রম
তরুণকণ্ঠ অনলাইন
প্রকাশিত : ০৬:৩১ পিএম, ৪ জানুয়ারি ২০২৬ রোববার
ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্টার (এনইআইআর) পদ্ধতি আগামী তিন মাস বন্ধ থাকবে বলে জানিয়েছেন পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম।
রোববার (৪ জানুয়ারি) মোবাইল ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে ডিসি মাসুদ আলম এ তথ্য জানান। তিনি বলেন, তিন মাস পর পুনরায় এনইআইআর কার্যকর করা হবে এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শেষে গ্রেপ্তার ১১ জনকে ছেড়ে দেওয়া হবে।
তবে এই স্থগিতাদেশের সুনির্দিষ্ট কারণ বা পরবর্তী কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।
এনইআইআর পদ্ধতির মাধ্যমে দেশে ব্যবহৃত মোবাইল ফোনের আইএমইআই নম্বর নিবন্ধিত থাকে, যা অবৈধ বা চোরাই হ্যান্ডসেট শনাক্ত করতে ব্যবহৃত হয়। আগামী তিন মাস এই সেবাটি বন্ধ থাকায় মোবাইল বাজারে কী ধরনের প্রভাব পড়বে, তা নিয়ে ব্যবসায়ী মহলে চলছে ব্যাপক আলোচনা।
