লাকসামে দারুল কোরআন মাদ্রাসায় ছবক ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
লাকসাম প্রতিনিধি
প্রকাশিত : ১১:১৪ পিএম, ৩ জানুয়ারি ২০২৬ শনিবার
লাকসাম পৌরসভার উত্তরকুল এলাকায় অবস্থিত দারুল কোরআন মাদ্রাসায় শনিবার (৩ জানুয়ারি) সকালে ছবক প্রদান ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। লাকসাম-নাঙ্গলকোট সড়কসংলগ্ন ভূঁইয়া মার্কেটের দ্বিতীয় তলায় মাদ্রাসা প্রাঙ্গণে এ ছবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা একেএম আবদুর রব খান আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্শ্ববর্তী মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবদুর রাজ্জাক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ইব্রাহিম খলিল, জয়নাল আবেদীন বিএসসি, আলহাজ্জ জালাল আহম্মেদ, মাওলানা নুরুল আমিন, নুরুল ইসলাম খান, মোহাম্মদ আবদুল মতিন, জাহাঙ্গীর আলম, সাংবাদিক দেলোওয়ার হোসেন মনির, মাওলানা মহিন উদ্দিন, ইঞ্জিনিয়ার মাসুদ আলম ভূঁইয়া, মোহাম্মদ তানভীর খান, মোবারক হোসেন বেপারী, সফি উল্লাহ খলিফা, নুরুল আমিন দরবেশ ও শহীদ উল্লাহ ভূঁইয়া প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে শিক্ষার্থীদের মধ্যে ছবক প্রদান করা হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করা হয়।
