শুক্রবার   ০২ জানুয়ারি ২০২৬   পৌষ ১৮ ১৪৩২   ১৩ রজব ১৪৪৭

দেশের স্বার্থে একসঙ্গে কাজ করবে বিএনপি-জামায়াত: জামায়াত আমির

তরুণকণ্ঠ অনলাইন

প্রকাশিত : ১০:৪৬ পিএম, ১ জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার

জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “প্রিয় বাংলাদেশের স্বার্থে অতীতেও আমরা একসঙ্গে কাজ করেছি, আগামীতেও দেশের স্বার্থে ইনশাআল্লাহ একসঙ্গে কাজ করবো।”

বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় গুলশান কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

 

সন্ধ্যার পরপরই তিনি বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে পৌঁছান। সেখানে প্রথমেই প্রয়াত বেগম খালেদা জিয়ার স্মরণে শোকবইয়ে স্বাক্ষর করেন। এরপর তিনি তৃতীয় তলায় গিয়ে তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসেন। দীর্ঘ আলোচনার পর তিনি প্রেস ব্রিফিংয়ে উপস্থিত হন।

 

ডা. শফিকুর রহমান বলেন, তিনবার দেশ পরিচালনার দায়িত্ব পালন করা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনে ছিল গণতন্ত্র রক্ষার নিরলস সংগ্রাম। শেষ বয়সে কারাবন্দি অবস্থায় তার একাকিত্ব, এবং বিদেশে চিকিৎসার বিষয়ে সরকারের অবহেলা তিনি মানবিকতার বিরুদ্ধে বলে উল্লেখ করেন।
 

তিনি বলেন, ব্রিটেনে চিকিৎসা শেষে দেশে ফেরার পর খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি স্পষ্ট হয়ে যায়। চিকিৎসাসেবায় নিয়োজিত ডাক্তার ও বিএনপি নেতাদের প্রতি তিনি কৃতজ্ঞতা জানান জামায়াত আমির।

তিনি আরও বলেন, খালেদা জিয়ার জানাজায় সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণ প্রমাণ করেছে যে তিনি জনগণের মাঝে বিশেষ সম্মান নিয়ে বিদায় নিয়েছেন। এই ভালোবাসা তাদেরও অনুপ্রাণিত করে, জাতির জন্য কাজ করলে জাতি তার মূল্যায়ন দেয়।

 

দেশের চলমান সংকট নিয়ে তিনি বলেন, আগামীর নির্বাচন এবং একইদিনে অনুষ্ঠিতব্য গণভোটকে ঘিরে পরিস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচন যেন শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য হয়, এ বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে। তিনি বলেন, “প্রিয় দেশের স্বার্থে অতীতে আমরা একসঙ্গে কাজ করেছি, আগামীতেও দেশের স্বার্থে ইনশাআল্লাহ একসঙ্গে কাজ করবো।” তারেক রহমানসহ বিএনপি নেতারাও একই মত প্রকাশ করেছেন বলে তিনি জানান।

 

ডা. শফিকুর রহমান জানান, জাতীয় স্থিতিশীলতার স্বার্থে আগামী পাঁচ বছরকে সামনে রেখে যৌথভাবে কিছু উদ্যোগ নেওয়ার সম্ভাবনাও আলোচনায় এসেছে। তার ভাষায়, নির্বাচনের পর সরকার গঠনের আগেই আবারও আলোচনায় বসার পরিকল্পনা রয়েছে, যাতে জাতির জন্য কিছু বড় সিদ্ধান্ত নেওয়া যায়। তিনি উল্লেখ করেন, খালেদা জিয়া যে ঐক্যের ভিত্তি রেখে গেছেন, সেটির ওপর ভর করে এগিয়ে যেতে চান তারা।

 

বৈঠকে বিএনপির পক্ষে উপস্থিত ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সালাহউদ্দিন আহমেদ। জামায়াতের প্রতিনিধি হিসেবে ছিলেন অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, মোবারক হোসেন এবং সাইফুল আলম খান মিলন।