গোবিপ্রবিতে আনুষ্ঠানিক স্বীকৃতি পেল গবেষণা সংগঠন ‘এসআরডি’
গোবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত : ০৮:২০ পিএম, ১ জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পেলো গবেষণা ভিত্তিক সংগঠন “Society for Research And Development” (SRD)। ১৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির এই সংগঠনটিকে নিবন্ধন প্রদান করা হয়।
Society for Research And Development (SRD) একটি গবেষণা-মুখী সংগঠন, যার মূল লক্ষ্য হলো সমাজ, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ ও উন্নয়নসংক্রান্ত বিভিন্ন সমস্যাকে তথ্যভিত্তিক গবেষণার মাধ্যমে বিশ্লেষণ করা এবং বাস্তবভিত্তিক সমাধান প্রস্তাব করা। সংগঠনটি নিয়মিতভাবে সামাজিক গবেষণা পরিচালনা, শিক্ষার্থী ও তরুণ গবেষকদের গবেষণায় যুক্ত করা, নীতিনির্ধারক ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে জ্ঞানভিত্তিক সংলাপ তৈরি এবং আন্তঃবিষয়ক গবেষণা উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে কাজ করে যাচ্ছে।
নতুন নিবন্ধন প্রাপ্ত এই সাংগঠনটির প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্বে আছেন বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের সম্মানিত ডিন জনাব ড. মোহাম্মদ আনিসুর রহমান সহ আরো ৮ জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
সংগঠনটির আহ্বায়ক হিসেবে দায়িত্বে আছেন বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের প্রাক্তন শিক্ষার্থী ও বর্তমান সমাজবিজ্ঞান বিভাগে খন্ডকালীন প্রভাষক জনাব মোঃ নোমান আমিন এবং যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্বে আছেন বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ রাকিবুল ইসলাম। এছাড়াও কার্যনির্বাহী কমিটির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্বে আছেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ১২ জন সাধারণ শিক্ষার্থী।
সংগঠনটির আহ্বায়ক জনাব মোঃ নোমান আমিন সংগঠটির নিবন্ধন প্রদানের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে বলেন, “সোসাইটি ফর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (এসআরডি) একটি গবেষণাভিত্তিক সামাজিক সংগঠন, যেখানে একদল একাডেমিক নির্দিষ্ট সমস্যা ও প্রেক্ষাপটে জ্ঞান অনুসন্ধান এবং সমাধান উদ্ভাবনের লক্ষ্যে একত্রে কাজ করে আসছেন। আমাদের সমাজে অনেক সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও পরিবেশগত সমস্যা রয়েছে। এ সকল সমস্যা নিয়ে কোনো নির্দিষ্ট ডিসিপ্লিন কাজ করলে প্রমাণভিত্তিক, যুক্তিসিদ্ধ, নির্ভরযোগ্য ও টেকসই সমাধান পাওয়া দুস্কর। বরং একটি কোলাবোরেটিভ এপ্রোচের মাধ্যমে বিভিন্ন ডিসিপ্লিন এক্সপার্ট একত্রে কাজ করলে উদ্ভাবনী সমাধান ও কার্যকর নীতিগত সুপারিশ প্রণয়ন করা যায়। সোসাইটি ফর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (SRD) আন্তঃবিভাগীয় গবেষণার একটি কেন্দ্র হিসেবে কাজ করে এবং জ্ঞান বিনিময় ও বুদ্ধিবৃত্তিক আলোচনা উৎসাহিত করে সমসাময়িক সমস্যার সমাধানে ভূমিকা রাখে। শিক্ষার্থীদের জ্ঞান অর্জন ও ক্যারিয়ার গঠনে এসআরডি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এসআরডির সাথে সংযুক্ত হওয়ার ফলে শিক্ষার্থী একাডেমিক জ্ঞানের পাশাপাশি গবেষণা ও এক্সট্রা কারিকুলার একটিভিটিস এর সাথে সংযুক্ত হয়ে নিজেদেরকে সমৃদ্ধ করতে পারছে।”
সংগঠনটির যুগ্ম আহ্বায়ক মোঃ রাকিবুল ইসলাম বলেন, “সংগঠনটি প্রাতিষ্ঠালগ্ন থেকেই বিভিন্নভাবে সাধারণ শিক্ষার্থীদের জন্য কাজ করে আসছে। প্রাতিষ্ঠানিক ভাবে এই স্বীকৃতি SRD-এর পথচলায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, যা আমাদের ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে গবেষণা, কর্মশালা, প্রকাশনা ও সমাজ উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনার সুযোগ করে দেবে বলে আমরা বিশ্বাস করি।”
এসআরডি সম্পর্কে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমাইয়া আরেফিন জানান, “আমি রিসেন্টলি এসআরডি থেকে গবেষণার উপর একটি কোর্স করেছি। কোর্সের মাধ্যমে বাংলাদেশের প্রায় ৯টি স্বনামধন্য শিক্ষকদের কাছ থেকে গবেষণার বিষয়ভিত্তিক টপিকগুলো শিখতে পেরেছি। কোর্স শেষ করে এখন আর্টিকেল পাবলিকেশনের জন্য এসআরডি আমাকে হাতে কলমে শেখোচ্ছে।”
উল্লেখ্য সংগঠনটি ২০২২ সালের ২রা আগস্ট হতে তাদের কার্যক্রম শুরু করে এবং সংগঠনটি প্রাতিষ্ঠালগ্ন থেকেই নিয়মিতভাবে সামাজিক গবেষণা পরিচালনার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য গবেষণা কনফারেন্স, সেমিনার ও ওয়ার্কশপ আয়োজন করে আসছে।
