বৃহস্পতিবার   ০১ জানুয়ারি ২০২৬   পৌষ ১৮ ১৪৩২   ১২ রজব ১৪৪৭

নতুন বছরে সুখবর: কমল ডিজেল, পেট্রল ও অকটেনের দাম

তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত : ১০:৩২ এএম, ১ জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার

নতুন বছরের প্রথম দিনেই সাধারণ মানুষের জন্য স্বস্তির খবর নিয়ে এল জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। দেশের বাজারে ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেন—সব ধরনের জ্বালানি তেলের দাম কমানো হয়েছে। জানুয়ারি মাসের জন্য প্রতি লিটার জ্বালানি তেলে ২ টাকা করে দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) রাতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়, যা আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) থেকে সারা দেশে কার্যকর হয়েছে।

 

 

জ্বালানির ধরন

আগের দাম (লিটার)

বর্তমান দাম (লিটার)

কত কমল

ডিজেল

১০৪ টাকা

১০২ টাকা

২ টাকা

কেরোসিন

১১৬ টাকা

১১৪ টাকা

২ টাকা

পেট্রল

১২০ টাকা

১১৮ টাকা

২ টাকা

অকটেন

১২৪ টাকা

১২২ টাকা

২ টাকা

 

বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে গত বছরের মার্চ মাস থেকে বাংলাদেশে স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতি চালু করা হয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত ও উন্নত বিশ্বের দেশগুলোর অনুকরণে তৈরি এই পদ্ধতিতে প্রতি মাসেই জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়। অর্থাৎ, আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলে দেশের বাজারেও কমবে, আর বাড়লে বাড়বে। সেই ধারাবাহিকতাতেই জানুয়ারিতে দাম কমানোর এই সিদ্ধান্ত।

 

 

বাংলাদেশে বছরে জ্বালানি তেলের চাহিদা প্রায় ৭৫ লাখ টন, যার মধ্যে প্রায় ৭৫ শতাংশই হলো ডিজেল। ডিজেলের দাম কমায় কৃষি সেচ, পরিবহন খাত এবং জেনারেটরে জ্বালানি খরচ কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে। মূলত ডিজেল বিক্রির ওপরই বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) লাভ-লোকসান নির্ভর করে। তবে অকটেন ও পেট্রল বিক্রিতে প্রতিষ্ঠানটি সাধারণত সব সময়ই মুনাফায় থাকে।

 

অন্যদিকে, রান্নার কাজে ব্যবহৃত তরলীকৃত পেট্রলিয়াম গ্যাসের (এলপিজি) দাম প্রতি মাসে নির্ধারণ করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।