রাজশাহীতে সাতসকালে বালুর ট্রাকের তাণ্ডব: নিহত ৪
ইমাম হোসেন
প্রকাশিত : ০৯:৩৬ এএম, ১ জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার
নতুন বছরের প্রথম সকালেই এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার সাক্ষী হলো রাজশাহী। নিয়ন্ত্রণ হারিয়ে একটি বালুভর্তি ট্রাক বাজারের ভেতর ঢুকে উল্টে যাওয়ায় ঘটনাস্থলেই ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল সোয়া ৭টার দিকে পুঠিয়া উপজেলার ঝলমলিয়া বাজার এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ঘন কুয়াশার মাঝে বালুভর্তি ট্রাকটি দ্রুতগতিতে আসছিল। ঝলমলিয়া বাজার এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ট্রাকটি সরাসরি রাস্তার পাশের বাজারের ভেতর ঢুকে গিয়ে উল্টে যায়। এ সময় বাজারের দোকানদার ও কেনাকাটা করতে আসা মানুষজন ট্রাকের নিচে চাপা পড়েন।
পুঠিয়া ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল ৭টা ৫০ মিনিটে তারা দুর্ঘটনার খবর পায় এবং মাত্র ৫ মিনিটের মাথায় (সকাল ৭টা ৫৫ মিনিটে) ঘটনাস্থলে পৌঁছায়। পুঠিয়া ফায়ার স্টেশনের একটি ইউনিট এবং নাটোর থেকে আসা আরও একটি ইউনিট যৌথভাবে উদ্ধারকাজ চালাচ্ছে। এখন পর্যন্ত ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাকের নিচে আরও কেউ চাপা পড়ে আছে কি না, তা নিশ্চিত করতে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন কর্মীরা।
