বুধবার   ৩১ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৭ ১৪৩২   ১১ রজব ১৪৪৭

আরিয়ানের সঙ্গে প্রেমে জড়ানো কে এই লারিসা?

বিনোদন ডেস্ক

প্রকাশিত : ০৪:৫২ পিএম, ৩১ ডিসেম্বর ২০২৫ বুধবার

বলিউড বাদশা শাহরুখ খানের পুত্র আরিয়ান খান এবং তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। তবে ইদানীং আরিয়ানের সঙ্গে যাঁর নাম সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে, তিনি হলেন ব্রাজিলিয়ান মডেল ও অভিনেত্রী লারিসা বোনেসি। দীর্ঘদিনের এই গুঞ্জনের পালে নতুন করে হাওয়া দিয়েছে লারিসার সাম্প্রতিক কিছু ছবি, যা সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো আগুনের মতো ছড়িয়ে পড়েছে।

 

 

লারিসা পেশায় একজন নামী মডেল ও অভিনেত্রী। আন্তর্জাতিক অঙ্গন ছাপিয়ে তিনি ভারতের ফ্যাশন ইন্ডাস্ট্রিতেও নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন। ভারতের একাধিক শীর্ষস্থানীয় ফ্যাশন ব্র্যান্ডের সঙ্গে তিনি কাজ করেছেন। এছাড়াও বেশ কিছু জনপ্রিয় মিউজিক ভিডিও এবং বড় বড় বিজ্ঞাপনেও লারিসাকে দেখা গেছে। নিজের অনন্য ফ্যাশন স্টাইল এবং ব্যক্তিত্বের কারণে সোশ্যাল মিডিয়ায় তাঁর বিশাল এক অনুসারী গোষ্ঠী তৈরি হয়েছে। আরিয়ান খানের সঙ্গে নাম জড়ানোর পর থেকেই তাঁর প্রতি মানুষের আগ্রহ কয়েক গুণ বেড়ে গেছে।

 

 

সম্প্রতি ইনস্টাগ্রামে লারিসা কিছু সাদা-কালো ছবি শেয়ার করেছেন, যা মুহূর্তেই নজর কেড়েছে সবার। স্টাইলিশ পোশাকে তাঁর আত্মবিশ্বাসী লুক আর আভিজাত্য ভরা গ্ল্যামার দেখে অনুরাগীরা প্রশংসায় পঞ্চমুখ। পোশাকের নিখুঁত ফিটিং আর হাই-ফ্যাশন ছোঁয়া লারিসাকে করে তুলেছিল মোহময়ী। ভক্তরা কমেন্ট বক্সে তাঁকে ‘স্টানিং’, ‘গর্জিয়াস’ এবং ‘টোটাল ভাইব’ বলে আখ্যা দিচ্ছেন। অনেক নেটিজেন সরাসরি আরিয়ান খানের নাম উল্লেখ করে লিখেছেন—“দুজনকে একসঙ্গে দারুণ মানায়!” ---

 

 

লারিসা ব্যক্তিগত জীবন নিয়ে সাধারণত খুব একটা মুখ খোলেন না। তবে আরিয়ানের সঙ্গে তাঁর নাম জড়ালে প্রতিটি পদক্ষেপই নতুন করে আলোচনার জন্ম দেয়। লারিসার রহস্যময় উপস্থিতি এবং নজরকাড়া ফ্যাশন মানুষের কৌতূহলকে আরও বাড়িয়ে দিচ্ছে।

ফ্যাশন দুনিয়া হোক কিংবা গ্ল্যামার জগত—সবক্ষেত্রেই লারিসা বোনেসি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। আরিয়ানের সঙ্গে তাঁর এই বিশেষ বন্ধুত্ব ভবিষ্যতে কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই তাকিয়ে আছে বলিউড প্রেমীরা।