সিলেটে বিপিএল ক্রিকেটারদের অংশগ্রহণে খালেদা জিয়ার গায়েবানা জানাজা
তরুণ কণ্ঠ প্রতিবেদন
প্রকাশিত : ০৪:৪৬ পিএম, ৩১ ডিসেম্বর ২০২৫ বুধবার
রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে যখন লাখো মানুষের উপস্থিতিতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হচ্ছিল, ঠিক একই সময়ে সিলেটের পুণ্যভূমিতেও উচ্চারিত হয়েছে তাঁর জন্য দোয়া। আজ বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তাঁর গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উদ্যোগে আয়োজিত এই জানাজায় অংশ নিয়েছেন বিপিএলের ব্যস্ততায় সিলেটে অবস্থানরত দেশি-বিদেশি ক্রিকেটার, কর্মকর্তা ও সংবাদকর্মীরা।
সিলেট স্টেডিয়ামের পশ্চিম প্রান্তের গ্রিন গ্যালারির সামনের অংশে এই জানাজা অনুষ্ঠিত হয়। বিপিএলের ম্যাচ খেলতে বর্তমানে বেশ কয়েকটি দল সিলেটে অবস্থান করছে। জানাজায় উপস্থিত ছিলেন মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, আবু হায়দার রনি, নাসির হোসেনসহ বিপিএলে অংশগ্রহণকারী অনেক ক্রিকেটার। বিসিবির পদস্থ কর্মকর্তা, বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি মালিক ও কর্মকর্তারা। বিপিএল কভার করতে আসা বিপুল সংখ্যক ক্রীড়া সাংবাদিক ও স্টেডিয়ামের কর্মীরা।
এর আগে খালেদা জিয়ার মৃত্যুতে এক আনুষ্ঠানিক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করে বিসিবি। বিবৃতিতে বলা হয়:
"বিএনপি চেয়ারপারসন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গভীরভাবে শোকাহত। আমরা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।"
বিসিবি তাদের বিবৃতিতে দেশের ক্রিকেট অবকাঠামো নির্মাণে সাবেক এই প্রধানমন্ত্রীর অনন্য ভূমিকার কথা স্মরণ করে। বিসিবি জানায়- প্রধানমন্ত্রী থাকাকালে ক্রিকেটের প্রসারে তাঁর ব্যক্তিগত আগ্রহ ও পৃষ্ঠপোষকতা ছিল অগ্রগণ্য। আজকের ক্রিকেটের যে শক্তিশালী ভিত্তি, তা তৈরিতে তাঁর সময়ে নেওয়া বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও ক্রিকেট স্টেডিয়ামগুলোর আধুনিকায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।দেশের সাধারণ মানুষের মধ্যে ক্রিকেটের জনপ্রিয়তা ছড়িয়ে দিতে তাঁর নেওয়া উদ্যোগগুলোই আজকের সাফল্যের পথ সুগম করেছে।
বেগম খালেদা জিয়ার প্রয়াণে দেশে বর্তমানে ৩ দিনের রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। এর আগে গতকাল তাঁর মৃত্যুর প্রতি সম্মান জানিয়ে বিপিএলের নির্ধারিত ম্যাচগুলো স্থগিত করেছিল বিসিবি। আজকের গায়েবানা জানাজার মাধ্যমে ক্রিকেট অঙ্গনও তাঁদের প্রিয় এক পৃষ্ঠপোষককে শেষ বিদায় জানাল।
