রশিদ খানকে অধিনায়ক করে টি-টোয়েন্টি বিশ্বকাপের শক্তিশালী দল ঘোষণা
মোঃ মাহাবুবুর রাহামান রাব্বি
প্রকাশিত : ০৪:৪১ পিএম, ৩১ ডিসেম্বর ২০২৫ বুধবার
আগামী ৭ ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কায় পর্দা উঠতে যাচ্ছে আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপের। এই মেগা আসরকে সামনে রেখে লেগ স্পিনার রশিদ খানকে অধিনায়ক করে ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। এই একই দল বিশ্বকাপের আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খেলবে।
আফগান নির্বাচকরা এবারের বিশ্বকাপে অভিজ্ঞ ও তরুণদের এক দারুণ সমন্বয় রেখেছেন। গত অক্টোবরে বাংলাদেশ সফরে সুযোগ না পাওয়া পেসার ফজলহক ফারুকি এবং অভিজ্ঞ ব্যাটিং অলরাউন্ডার গুলবাদিন নাইবকে দলে ফেরানো হয়েছে। কাঁধের চোটের কারণে গত সেপ্টেম্বরে এশিয়া কাপ মিস করা পেসার নাভিন-উল-হক সুস্থ হয়ে দলে ফিরেছেন। তিনি সর্বশেষ ২০২৪ সালের ডিসেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে খেলেছিলেন। অফ স্পিনার মুজিব উর রেহমান মূল স্কোয়াডে জায়গা করে নিয়েছেন। তবে তাঁর অন্তর্ভুক্তিতে কপাল পুড়েছে উদীয়মান স্পিনার আল্লাহ মোহাম্মদ গজনফরের; তাঁকে রাখা হয়েছে রিজার্ভ খেলোয়াড়ের তালিকায়।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটশিকারি রশিদ খানই থাকছেন দলের কাণ্ডারি। গত নভেম্বরে জিম্বাবুয়ে সফরে রশিদের অনুপস্থিতিতে ইব্রাহিম জাদরান নেতৃত্ব দিলেও বিশ্বকাপে জাদরানকে করা হয়েছে সহ-অধিনায়ক। উল্লেখ্য, ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল খেলা আফগানিস্তানের লক্ষ্য এবার শিরোপার দিকে।
রশিদ খান (অধিনায়ক), ইব্রাহিম জাদরান (সহ-অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), মোহাম্মদ ইসহাক (উইকেটকিপার), সেদিকউল্লাহ আতাল, দারউইশ রাসুলি, শহীদুল্লাহ কামাল, আজমতউল্লাহ ওমরজাই, গুলবাদিন নাইব, মোহাম্মদ নবী, নুর আহমেদ, মুজিব উর রেহমান, নাভিন-উল-হক, ফজলহক ফারুকি এবং আবদুল্লাহ আহমদজাই।
টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তান খেলবে ‘ডি’ গ্রুপে। তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে শক্তিশালী নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। এছাড়াও আছে সংযুক্ত আরব আমিরাত ও কানাডা।
-
৮ ফেব্রুয়ারি, প্রতিপক্ষ: নিউজিল্যান্ড।
-
চেন্নাই, ভারত।
