বুধবার   ৩১ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৭ ১৪৩২   ১১ রজব ১৪৪৭

দ্বিতীয় বিয়ে ও আরবাজের সাথে বিচ্ছেদ

বিনোদন ডেস্ক

প্রকাশিত : ০৪:৩৫ পিএম, ৩১ ডিসেম্বর ২০২৫ বুধবার

বলিউড অভিনেতা আরবাজ খানের সঙ্গে দীর্ঘ ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার পর থেকেই অভিনেত্রী মালাইকা আরোরার ব্যক্তিগত জীবন নিয়ে চর্চার শেষ নেই। বিশেষ করে তাঁর দ্বিতীয় বিয়ে নিয়ে ভক্ত ও নেটিজেনদের আগ্রহ তুঙ্গে। দীর্ঘদিনের জল্পনা-কল্পনার পর অবশেষে নিজের দ্বিতীয় বিয়ে এবং অতীতের বিচ্ছেদ নিয়ে খোলামেলা কথা বললেন এই বলিউড ডিভা।

 

 

২০১৬ সালে আরবাজ খানের সঙ্গে মালাইকার আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয়। দীর্ঘ ১৮ বছরের সংসারে তাঁদের একমাত্র সন্তান আরহান খানের বর্তমান বয়স ২২ বছর। বিচ্ছেদ হয়ে গেলেও সন্তানের প্রতি দায়িত্ব পালনে কোনো কমতি রাখেননি তাঁরা। আরহানের বাবা-মা হিসেবে আজও বিভিন্ন অনুষ্ঠানে তাঁদের একসঙ্গে দেখা যায়।

 

সাক্ষাৎকারে মালাইকা জানান, সম্পর্ক টিকিয়ে রাখার জন্য তিনি ও আরবাজ দুজনেই যথেষ্ট চেষ্টা করেছিলেন। এমনকি সমস্যা মিটিয়ে পুনরায় পথচলার পরিকল্পনাও করেছিলেন তাঁরা। কিন্তু শেষ পর্যন্ত উপলব্ধি করেন, এই সম্পর্ক আর টেকসই নয়।

 

 

বিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়ার পর সমাজ ও পরিবারের নানা প্রশ্নের মুখে পড়তে হয়েছিল মালাইকাকে। অনেকে তাঁকে ‘স্বার্থপর’ বলেও আখ্যা দিয়েছিলেন। তবে এসব সমালোচনাকে ছাপিয়ে নিজের মানসিক শান্তিকেই প্রাধান্য দিয়েছেন তিনি।

“অন্যকে খুশি করার আগে নিজেকে খুশি রাখা দরকার। আমি নিজেই তো সেই বিয়েতে সুখী ছিলাম না। অন্যদের কাছে আমাকে স্বার্থপর মনে হতে পারে, কিন্তু আমার যেটা ঠিক মনে হয়েছে, আমি সেটাই করেছি।”

 

 

দ্বিতীয় বিয়ে প্রসঙ্গে মালাইকা আরোরার অবস্থান বেশ পরিষ্কার। তিনি জানান, তিনি বিয়ের বিরোধী নন, তবে এটি এখন তাঁর জীবনের অগ্রাধিকার নয়। মালাইকা আরও যোগ করেন যে, বিচ্ছেদের পর জীবনকে এগিয়ে নিয়ে যাওয়া তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল এবং বর্তমানে তিনি নিজের খুশিতেই আছেন।