বুধবার   ৩১ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৭ ১৪৩২   ১১ রজব ১৪৪৭

মানিক মিয়া অ্যাভিনিউ জুড়ে বেগম খালেদা জিয়ার জানাজা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ১০:৩৮ এএম, ৩১ ডিসেম্বর ২০২৫ বুধবার

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শেষ বিদায়ের প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে। আজ বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানানো হয়েছে, রাষ্ট্রীয় মর্যাদায় এই জানাজা ও দাফন সম্পন্ন করার জন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

 

শহীদ জিয়ার যোগ্য উত্তরসূরি এবং দেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর বিদায়ে আজ রাজধানীসহ সারা দেশে বইছে শোকের আবহাওয়া।

 

 

প্রধান উপদেষ্টার দপ্তরের নির্দেশনা অনুযায়ী জানাজার বিন্যাসে কিছুটা পরিবর্তন আনা হয়েছে - জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার বদলে মানিক মিয়া অ্যাভিনিউয়ের পশ্চিম প্রান্তে খালেদা জিয়ার মরদেহবাহী কফিন রাখা হবে। জাতীয় সংসদ ভবনের ভেতরের মাঠ, বাইরের অংশ এবং পুরো মানিক মিয়া অ্যাভিনিউ জুড়ে জানাজা অনুষ্ঠিত হবে। সর্বস্তরের মানুষের উপচে পড়া ভিড় সামলাতে পার্শ্ববর্তী সড়কগুলোতেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে নিরাপত্তা বাহিনী।

 

 

জানাজা শেষে বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে শেরে বাংলা নগরের জিয়া উদ্যানে নিয়ে যাওয়া হবে বেগম খালেদা জিয়াকে। সেখানে স্বামী ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সমাধির পাশেই তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হবে।

 

দাফনকালীন সময়ে  খালেদা জিয়ার পরিবারের সদস্যবৃন্দ সহ -রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও সরকারের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি। বিদেশি অতিথি ও বিভিন্ন দেশের রাষ্ট্রদূত।বিএনপি মনোনীত জ্যেষ্ঠ রাজনীতিকবৃন্দ উপস্থিতি থাকবেন ।

 

 

আর দাফন প্রক্রিয়া নির্বিঘ্ন করতে জিয়া উদ্যান এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে । দাফনের সময় নির্ধারিত ব্যক্তিরা ছাড়া জিয়া উদ্যানে অন্য কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। ও দাফন শেষ না হওয়া পর্যন্ত ওই এলাকায় জনসাধারণের চলাচল সম্পূর্ণ সীমিত রাখা হবে।এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করবে।

 

আজকের এই ঐতিহাসিক জানাজায় দেশ-বিদেশের লাখো মানুষের অংশগ্রহণ প্রত্যাশা করা হচ্ছে। প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানাতে সকাল থেকেই মানিক মিয়া অ্যাভিনিউ ও সংলগ্ন এলাকায় ভিড় জমাতে শুরু করেছেন সাধারণ মানুষ।