মৌলভীবাজারে চারটি আসনে ৩১জনের মনোনয়নপত্র দাখিল
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত : ০৬:৪৩ পিএম, ৩০ ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে-২০২৬ মৌলভীবাজার-৩#(সদর-রাজনগর) আসন সহ জেলার ৪টি সংসদীয় আসনে বিএনপি, জামায়াতে ইসলামী, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, এনসিপি, ইসলামী আন্দোলন, জাতীয় পার্টি ও বাংলাদেশ কমিউনিস্ট পার্টি মনোনিত প্রার্থী সহ বিভিন্ন রাজনৈতিক দলের মোট ৩১ জন সংসদ সদস্য প্রার্থী তাদের মনোনয়পত্র দাখিল করেছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে মৌলভীবাজার জেলা প্রশসন কার্যালয়ে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা তৌহিদুজ্জামান পাভেল এর কাছে প্রথমে মনোনয়ন পত্র জমা দেন মৌলভীবাজার-৩ আসনে বিএনপি মনোনিত ধানের শীষ প্রতীকের প্রার্থী এম নাসের রহমান।
এর পর বিকাল ৩ টার দিকে দলীয় নেতাদের নিয়ে মনোনয়নপত্র জমা দেন জামায়াতে ইসলামী মনোনিত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীী মো: আব্দুল মান্নান। একই সময়ে খেলাফত মজলিস মনোনিত দেয়াল ঘড়ি প্রতীকের প্রার্থী মাওলানা আহমদ বিলাল জেলা রিটার্নিং কর্মকর্তার হাতে মনোনয়নপত্র জমা দেন। এছাড়াও একই দিনে বিকাল ৫টা পর্যন্ত নির্বাচন কমিশনের পূর্ব নির্ধারিত বেঁধে দেয়া সময়ের মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনিত রিক্সা প্রতীকের প্রার্থী মাওলানা লুৎফুর রহমান কামালী ও বাংলাদেশ কমিউনিস্ট পার্টি মনোনিত প্রার্থী জহর লাল দত্ত সহ মোট ৭জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।
এছাড়াও জেলার ৪টি সংসদীয় আসনে মনোনয়নপত্র সংগ্রহ করা মোট ৩২ জন প্রার্থীর মধ্যে ৩১ জন প্রার্থী মনোনয়নপত্র জেলা রিটার্নিং কর্মকর্তা ও বিভিন্ন উপজেলায় দ্বায়িত্বে থাকা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন বলে নিশ্চিত করেছেন জেলা নির্বাচন অফিসার গোলাম মোস্তফা।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার জেলার ৪টি নির্বাচনী আসন থেকে বিএনপি, জামায়াতে ইসলামী, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন, এনসিপি, বাংলাদেশ খেলাফত মজলিস, জাতীয় পার্টি (জিএম কাদের) সহ বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী মিলে মোট ৩২ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন বলে জানিয়েছিল জেলা নির্বাচন অফিস।
মনোনয়নপত্র সংগ্রহ করা প্রার্থীরা হলেন, মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) সংসদীয় আসনে নাসির উদ্দিন আহমেদ মিঠু, (বিএনপি), মোহাম্মদ আমিনুল ইসলাম (জামায়াতে ইসলামী), লোকমান আহমদ (খেলাফত মজলিস),বেলাল আহমদ (স্বতন্ত্র),সাইফুল ইসলাম (বাংলাদেশ খেলাফত মজলিস), আহমদ রিয়াজ (জাতীয় পার্টি) ও মো: শরিফুল ইসলাম (গণফ্রন্ট)।
মৌলভীবাজার-২ (কুলাউড়া) সংসদীয় আসনে মোঃ শওকতুল ইসলাম শকু, (বিএনপি), মোহাম্মদ রওশন আলী, (বিএনপি), মোঃ সায়েদ আলী, ( জামায়াতে ইসলামী),এম জিমিউর রহমান চৌধুরী (স্বতন্ত্র), মোঃ ফজলুল খান, (স্বতন্ত্র), সাদিয়া নোশিন তাসনিম চৌধুরী, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), মোঃ আব্দুল মালিক (জাতীয় পার্টি), আব্দুল কুদ্দুস, ইসলামী আন্দোলন, নওয়াব আলী আব্বাছ খাঁন (স্বতন্ত্র) ও মো: সাইফুর রহমান (খেলাফত মজলিস)।
মৌলভীবাজার-৩(মৌলভীবাজার সদর- রাজনগর) আসনে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন, এম নাসের রহমান, (বিএনপি), মোঃ আব্দুল মান্নান (জামায়াতে ইসলামী), রেজিনা নাসের, (স্বতন্ত্র), আহমদ বিলাল, (খেলাফত মজলিস)। মোহাম্মদ লুৎফুর রহমান কামালী (বাংলাদেশ খেলাফত মজলিস) ও জহর লাল দত্ত, (বাংলাদেশ কমিউনিস্ট পার্টি)।
মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে মনোনয়ন পত্র ৫ জন সংগ্রহ করেছেন মোঃ মহসিন মিয়া, (স্বতন্ত্র) শেখ নূরে আলম হামিদী, (বাংলাদেশ খেলাফত মজলিস), মোহাম্মদ আব্দুল রব,(জামায়াতে ইসলামী), মোঃ মুজিবুর রহমান চৌধুরী (বিএনপি), জালাল উদ্দিন আহমদ জিপু (বিএনপি), মোহাম্মদ জরিফ হোসেন (জাতীয় পার্টি), মো: আবুল হোসেন, (বাসদ), প্রীতম দাস, জাতীয় নাগরিক পার্টি (এন.সি.পি) ও মুঈদ আশিক চিশতী (বিএনপি)।
মৌলভীবাজার জেলায় মোট ভোটার ১৬লাখ ১৪ হাজার ৯৩৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮ লাখ ২৪ হাজার ৪৫৪ জন। নারী ভোটার ৭ লাখ ৯০ হাজার ৪৭৪ জন। তৃতীয় লিঙ্গের রয়েছেন ৮ জন।
