ইউএই-তে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স সোসাইটির বার্ষিক ক্রীড়া ও বনভোজন
সহিদুল ইসলাম, দুবাই, সংযুক্ত আরব আমিরাত
প্রকাশিত : ০৬:৩১ পিএম, ৩০ ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার
সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল বংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ওয়েল ফেয়ার সোসাইটি দুবাই ও উত্তর আমিরাত আঞ্চলিক কমিটির বার্ষিক ক্রীড়া ও বনভোজন-২০২৫ ।
দুবাইয়ের মুশরিক পার্কে শত-শত প্রকৌশলী তাদের পরিবার ও আমন্ত্রিত অতিথিদের সতস্ফুর্ত উপস্থিতিতে এই বনভোজন হয়ে উঠে প্রানবন্ত মিলনমেলায়। এই মিলন মেলায় আয়োজন করা হয় বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা যেখানে রাখা হয় আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্হা। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের নবনির্বাচিত সাধারণ সম্পাদক প্রকৌশলী জহুর হোসেন শাহীন। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি প্রকৌশলী হাবিব উল্লাহ।
বক্তব্য রাখেন বনভোজন আয়োজন কমিটির আহ্বায়ক সাবেক সভাপতি প্রকৌশলী আবু তাহের ভূঁইয়া, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকৌশলী জাহাঙ্গীর হোসেন, বনভোজন আয়োজন কমিটির সদস্য সচিব বাবু উজ্জ্বল চক্রবর্তী, মহিউদ্দিন ইকবাল, বাবু অলোক মজুমদার, জাকির হোসেন, তোফাজ্জল হোসেন, বাবু অজিত কুমার সরকার।
আরো বক্তব্য রাখেন প্রকৌশলী আক্তারুজ্জামান, মোহাম্মদ হারুণ, সাইফুল আলম, রইসুল ইসলাম নুরু, ভিপি ওমর গনি প্রমুখ। অনুষ্ঠানে কয়েকজন সিনিয়র সদস্য ও প্রকৌশলীদেরকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। সব শেষে সভাপতি প্রকৌশলী হাবিব উল্লাহ সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন ।
