খালেদা জিয়ার বিদায়ে পোশাক কারখানায় এক দিনের ছুটি
তরুণকণ্ঠ অনলাইন
প্রকাশিত : ০৫:৩৫ পিএম, ৩০ ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) সদস্যভুক্ত সব কারখানায় আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে।
বিজিএমইএর ভারপ্রাপ্ত সচিব মেজর মো. সাইফুল ইসলাম (অব.) মঙ্গলবার বিকেলে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, খালেদা জিয়া আজ ভোর ৬টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক এবং এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে। বিজিএমইএ তার সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করে সদস্য কারখানাগুলোতেও ছুটি ঘোষণা করেছে।
