মঙ্গলবার   ৩০ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৬ ১৪৩২   ১০ রজব ১৪৪৭

খালেদা জিয়ার মৃত্যুতে ক্রীড়াঙ্গনে শোক: স্থগিত বিপিএলের সব ম্যাচ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ০৪:২৩ পিএম, ৩০ ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে সারাদেশের মতো ক্রীড়াঙ্গনেও নেমে এসেছে গভীর শোকের ছায়া। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ (মঙ্গলবার) নির্ধারিত বিপিএল, ফেডারেশন কাপ ও নারী ফুটবল লিগসহ দেশের সব স্তরের খেলার আসর স্থগিত ঘোষণা করা হয়েছে।

 

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) পৃথক শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

 

বাফুফে আজ নির্ধারিত ফেডারেশন কাপ ও নারী ফুটবল লিগের সব ম্যাচ স্থগিত করেছে। স্থগিত হওয়া ম্যাচগুলো হলো ফেডারেশন কাপ: কুমিল্লায় অনুষ্ঠিতব্য আবাহনী বনাম রহমতগঞ্জ এবং বসুন্ধরা কিংস অ্যারেনায় পিডব্লিউডি বনাম ব্রাদার্স ইউনিয়ন। নারী ফুটবল লিগ (কমলাপুর স্টেডিয়াম): বাংলাদেশ আনসার বনাম সদ্য পুস্করিনী, কাছারিপাড়া বনাম সিরাজ স্মৃতি সংঘ এবং ঢাকা রেঞ্জার্স বনাম ফরাশগঞ্জ।

 

অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপ: নোয়াখালীতে আজ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল অনূর্ধ্ব-১৫ জাতীয় চ্যাম্পিয়নশিপের মেগা ফাইনাল। বাফুফে এই ফাইনালটিও স্থগিত ঘোষণা করেছে। বাফুফের সহসভাপতি ফাহাদ রহমান জানিয়েছেন, “আজকের সব আয়োজনই স্থগিত করা হয়েছে। আগামীকাল জানাজা হওয়ার কথা রয়েছে, তাই পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সূচি জানানো হবে।”

 

ফুটবলের পাশাপাশি ক্রিকেটেও আজ কোনো বল মাঠে গড়াচ্ছে না। বিসিবি বিপিএলের আজকের ডাবল হেডার ম্যাচ দুটি স্থগিত করেছে ম্যাচ ১: সিলেট টাইটান্স বনাম চট্টগ্রাম রয়্যালস। ম্যাচ ২: ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্স। এ ছাড়াও ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগের আজকের ৯টি ম্যাচও স্থগিত করা হয়েছে।

 

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ক্রিকেটার লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তামিম ইকবাল এবং সাবেক ফুটবল অধিনায়ক আমিনুল হকসহ দেশের তারকা ক্রীড়াবিদরা সামাজিক যোগাযোগমাধ্যমে গভীর শোক প্রকাশ করেছেন। বিসিবি তাদের বার্তায় উল্লেখ করেছে, খালেদা জিয়ার শাসনামলে বাংলাদেশের ক্রিকেটের অবকাঠামোগত উন্নয়ন ও বিস্তারে তাঁর অবদান অনস্বীকার্য।