বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা
রাফিউল ইসলাম তালুকদার
প্রকাশিত : ০৪:০৯ পিএম, ৩০ ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বুধবার থেকে শুক্রবার (৩১ ডিসেম্বর, ১ ও ২ জানুয়ারি) পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। পাশাপাশি বুধবার (৩১ ডিসেম্বর) সারা দেশে সাধারণ ছুটি থাকবে। মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।
বুধবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন ৮০ বছর বয়সী বিএনপি চেয়ারপারসন ও তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
১৯৪৫ সালে ভারতের জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেন খালেদা জিয়া। পিতা ছিলেন একজন ব্যবসায়ী। সেনা কর্মকর্তা জিয়াউর রহমানের সঙ্গে বিবাহের পর তিনি বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনাপ্রবাহের সঙ্গে যুক্ত হন।
স্বাধীনতাযুদ্ধের সময় বন্দিজীবন কাটানো দুই সন্তানের মা খালেদা জিয়া স্বল্প বয়সে বিধবা হয়ে রাজনীতিতে প্রবেশ করেন। রাজনৈতিক অভিজ্ঞতা ছাড়াই তিনি বিএনপি’র নেতৃত্ব গ্রহণ করেন এবং দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দলের সফল নেতৃত্বের স্বাক্ষর রেখে যান।
