বুধবার মানিক মিয়া অ্যাভিনিউতে খালেদা জিয়ার জানাজা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : ০৩:৫৯ পিএম, ৩০ ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার
বাংলাদেশের তিনবারের সফল সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফনের চূড়ান্ত সময়সূচি ঘোষণা করা হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর রাজধানীর জাতীয় সংসদ ভবন মাঠ ও মানিক মিয়া অ্যাভিনিউ প্রাঙ্গণে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। অন্তর্বর্তী সরকার ও বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, রাষ্ট্রীয় মর্যাদায় এই বীর সেনানীর সহধর্মিণী ও বর্ষীয়ান নেত্রীর শেষ বিদায়ের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে।
জানাজা: বুধবার জোহরের নামাজের পর বেলা ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজা অনুষ্ঠিত হবে। ইমামতি: জানাজায় ইমামতি করবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক। পুরো আয়োজনটি সঞ্চালনা করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
জানাজা শেষে বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে শেরে বাংলা নগরের জিয়া উদ্যানে স্বামী ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কবরের পাশেই তাঁকে সমাহিত করা হবে।
অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, জানাজা ও দাফন রাষ্ট্রীয়ভাবে সম্পন্ন হবে। নিরাপত্তার স্বার্থে কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে জানাজা ও দাফনস্থলে নিরাপত্তার খাতিরে কোনো প্রকার ব্যাগ বা ভারী সামগ্রী বহন করা যাবে না। দাফন চলাকালে নির্দিষ্ট এলাকার ভেতরে সাধারণ জনগণের প্রবেশ নিয়ন্ত্রণ করা হতে পারে। শৃঙ্খলা বজায় রাখতে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ভলান্টিয়ার নিয়োজিত থাকবেন।
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার দেশে তিন দিনের রাষ্ট্রীয় শোক এবং আগামীকাল (বুধবার) সাধারণ ছুটি ঘোষণা করেছে। আজ মঙ্গলবার গুলশানে স্থায়ী কমিটির বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশবাসীকে শান্ত থেকে সুশৃঙ্খলভাবে প্রিয় নেত্রীর শেষ বিদায়ে শরিক হওয়ার আহ্বান জানান।
