মঙ্গলবার   ৩০ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৬ ১৪৩২   ১০ রজব ১৪৪৭

বেগম খালেদা জিয়ার চিরবিদায়: কোথায় হবে দাফন ?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ০৯:৪৬ এএম, ৩০ ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে সারাদেশে শোকের ছায়া নেমে এসেছে। আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তাঁর এই বিদায়ের সাথে সাথে রাজনীতির একটি দীর্ঘ ও ঘটনাবহুল অধ্যায়ের অবসান ঘটল।

 

মরহুমার শেষ বিদায়ে জানাজা ও দাফন নিয়ে বিএনপির পক্ষ থেকে প্রাথমিক কিছু সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

 

দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ গণমাধ্যমকে জানিয়েছেন, দেশ-বিদেশের অগণিত নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের অংশগ্রহণের কথা বিবেচনায় রেখে উন্মুক্ত স্থান হিসেবে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে খালেদা জিয়ার জানাজা আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। সব ঠিক থাকলে আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) এই জানাজা অনুষ্ঠিত হতে পারে। তবে জানাজা ও দাফনের চূড়ান্ত সময়সূচি পরিবারের সদস্যদের সাথে আলোচনা করে আনুষ্ঠানিকভাবে পরে জানানো হবে।

 

বেগম খালেদা জিয়ার দাফনের স্থান নিয়ে এখন পর্যন্ত যে তথ্য পাওয়া গেছে, তা হলো—তাঁকে শেরে বাংলা নগরে সংসদ ভবন এলাকায় অবস্থিত জিয়া উদ্যানে তাঁর স্বামী ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কবরের পাশেই সমাহিত করার জোরালো পরিকল্পনা রয়েছে।

 

সালাহউদ্দিন আহমেদ বলেন,

“সংসদ ভবন এলাকার পাশে অবস্থিত জিয়া উদ্যানে তাঁর স্বামী জিয়াউর রহমানের কবরের পাশেই তাঁকে দাফন করা হতে পারে।”

 

বিএনপি চেয়ারপারসনের মৃত্যুতে দলের পক্ষ থেকে ৭ দিনের শোক কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সারাদেশে দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হবে। নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করবেন।

দলীয় কার্যালয়গুলোতে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হবে।