বুধবার   ৩১ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৬ ১৪৩২   ১১ রজব ১৪৪৭

খালেদা জিয়ার মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ০৯:২৪ এএম, ৩০ ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। আজ মঙ্গলবার ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তাঁর ইন্তেকালের সংবাদ ছড়িয়ে পড়ার পর থেকে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ সামাজিক যোগাযোগমাধ্যম ও বিবৃতির মাধ্যমে শোক প্রকাশ করছেন।

 

 

বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজে দলীয় প্রধানের মৃত্যু নিশ্চিত করে বলা হয়েছে:

 

“বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়া আজ সকাল ৬টায় ফজরের ঠিক পরে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তাঁর রুহের মাগফিরাত কামনা করছি এবং সকলের নিকট তাঁর বিদেহী আত্মার জন্য দোয়া চাচ্ছি।”

 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাঁর ব্যক্তিগত ফেসবুক পেজে গভীর শোক প্রকাশ করে লেখেন, “আমরা গভীর দুঃখের সঙ্গে আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকাহত। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।”

 

 

 

 অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফেসবুকে দেওয়া এক আবেগঘন পোস্টে বেগম খালেদা জিয়াকে ‘জাতির কঠিন সময়ের আশার আলো’ ও ‘অকুতোভয় প্রতিরোধের প্রতীক’ হিসেবে অভিহিত করেছেন। তিনি মরহুমার আত্মার চিরশান্তি কামনা করেন।

 

 জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান শোকবার্তায় বলেন, “মহান আল্লাহ রাব্বুল আলামীন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ওপরে রহম করুন, তাঁকে ক্ষমা করুন এবং জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। তাঁর পরিবার ও সহকর্মীদের মহান আল্লাহ সবরে জামিল দান করুন।”

 

দলটির প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি তাঁর ফেসবুক পোস্টে শোক প্রকাশ করে লিখেছেন, “সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই! তাঁর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত!”

 

 চেয়ারম্যান এম এ আউয়াল এক শোকবার্তায় বলেন, “খালেদা জিয়ার মৃত্যুর মধ্য দিয়ে দেশের রাজনীতিতে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো। গণতন্ত্র যখনই বিপদে পড়েছে, তিনি সমস্ত শক্তি দিয়ে জনগণের পাশে দাঁড়িয়েছেন।”

 

ব্যবসায়িক সংগঠন এবং বিশিষ্টজনদের পক্ষ থেকেও শোকবার্তা আসছে। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান এবং এবিজি চেয়ারম্যান সায়েম সোবহান আনভীর পৃথক শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।