সোমবার   ২৯ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৫ ১৪৩২   ০৯ রজব ১৪৪৭

বেসরকারি অংশীদারিত্বে চাঁপাইনবাবগঞ্জে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ০৭:৩৯ পিএম, ২৯ ডিসেম্বর ২০২৫ সোমবার

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার কঠিন ও পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) মাধ্যমে পরিচালনার লক্ষ্যে একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) বেলা ১১টায় চাঁপাইনবাবগঞ্জ শহীদ সাটু অডিটোরিয়াম কমপ্লেক্সে আয়োজিত এ অনুষ্ঠানে চুক্তিটি স্বাক্ষরিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন মাসুদ। জরুরি নির্বাচনসংক্রান্ত কাজে ব্যস্ততার কারণে তিনি সংক্ষিপ্ত সময় উপস্থিত থেকে অনুষ্ঠান ত্যাগ করেন।

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক উজ্জ্বল কুমার ঘোষের সভাপতিত্বে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসডিসিএ গ্রোলি লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক কাজী আশরাফুল হাসান এবং এসএনভি বাংলাদেশের প্রজেক্ট ম্যানেজার ও ওয়াশ সিস্টেম ফর হেলথ অ্যান্ড বিজনেস অ্যাডভাইজার (সাসটেইনেবল আরবান ওয়াটার সাইকেলস প্রকল্প) মো. তানভীর আহমেদ চৌধুরী।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মামুন-অর-রশীদ। তিনি বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধান নিশ্চিত করতে বেসরকারি খাতের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন।

সূচনা বক্তব্যে এসএনভির ক্লাস্টার কো-অর্ডিনেটর মোহাম্মদ রেজাউল হুদা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমে প্রাইভেট অপারেটরের কাছে দায়িত্ব হস্তান্তরের ক্ষেত্রে এসএনভির ভূমিকা তুলে ধরেন। পরে পৌরসভার টাউন প্ল্যানার মো. ইমরান হোসেন বর্তমান বাস্তবতায় বেসরকারি অপারেটর সম্পৃক্ত করার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেন।

এসময় এসএনভি পরিচালিত Sustainable Urban Water Cycle (SUWC) প্রকল্পের একটি সংক্ষিপ্ত বিবরণ উপস্থাপন করেন প্রজেক্ট ম্যানেজার মো. তানভীর আহমেদ চৌধুরী। তিনি বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে একটি কার্যকর ও টেকসই ব্যবসায়িক মডেল গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করেন।

পরবর্তীতে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা ও বেসরকারি প্রতিষ্ঠান এসডিসিএ গ্রোলি লিমিটেড-এর মধ্যে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়। এই চুক্তির মাধ্যমে পৌর এলাকার কঠিন ও পয়ঃবর্জ্য ব্যবস্থাপনার দায়িত্ব গ্রহণ করবে এসডিসিএ গ্রোলি লিমিটেড।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মনিটরিং বিশেষজ্ঞ ড. মো. জহিরুল ইসলাম বলেন, বর্জ্য ব্যবহার করে জৈব সার উৎপাদনের মাধ্যমে মাটির স্বাস্থ্য রক্ষা ও কৃষি উৎপাদন বাড়ানো সম্ভব। সিভিল সার্জন ডা. এ. কে. এম. শাহাবুদ্দিন বলেন, বর্জ্য ও পয়ঃবর্জ্যের সঠিক ব্যবস্থাপনা না থাকলে পানি ও মলবাহিত রোগের ঝুঁকি বাড়ে, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। তাই স্বাস্থ্যসম্মত বর্জ্য ব্যবস্থাপনা সময়ের দাবি।

বিশেষ অতিথির বক্তব্যে এসডিসিএ গ্রোলি লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক কাজী আশরাফুল হাসান বলেন, “বর্জ্য ব্যবস্থাপনা একটি চ্যালেঞ্জিং কাজ। সকলের সহযোগিতায় আমরা চাঁপাইনবাবগঞ্জকে পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই। পাশাপাশি পৌর বর্জ্যকে জৈব সারে রূপান্তরের মাধ্যমে কৃষকের উপকার সাধন করব।”

সভাপতির বক্তব্যে উজ্জ্বল কুমার ঘোষ বলেন, “বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে এই উদ্যোগ পৌর নাগরিকদের জন্য উন্নত, টেকসই ও স্বাস্থ্যসম্মত বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করবে। এর ফলে পরিবেশ সংরক্ষণ, জনস্বাস্থ্য উন্নয়ন এবং নগর ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে।” তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এই উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জ ভবিষ্যতে একটি গ্রিন ও ক্লিন মডেল সিটিতে পরিণত হবে।