ফরিদপুর-৪ এ বিএনপির পাঁচ প্রার্থীর মনোনয়ন দাখিল
নাজমুল হাসান নিরব, ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত : ০৭:২৯ পিএম, ২৯ ডিসেম্বর ২০২৫ সোমবার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে ফরিদপুর-৪ (ভাঙ্গা–সদরপুর–চরভদ্রাসন) আসনে বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের মোট পাঁচজন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ১টার দিকে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও কৃষকদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম বাবুল বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার শরীফ শাওন-এর কাছে মনোনয়নপত্র দাখিল করেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাবুল বলেন, ফরিদপুর-৪ আসনে দীর্ঘদিন ধরে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। বিশেষ করে সদরপুর উপজেলার সড়ক ও অবকাঠামো খাতের অবস্থা নাজুক। তিনি মাদকমুক্ত সমাজ গঠন ও বেকারত্ব দূরীকরণকে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে বলেন, বিএনপি ক্ষমতায় এলে এসব সমস্যার কার্যকর সমাধান করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ফরিদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি জহুরুল হক শাহজাদা মিয়া, জিয়া শিশু-কিশোর সংগঠনের কেন্দ্রীয় সভাপতি শাহ আলম রেজা, সদরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুতজামান বদু, সদস্য সচিব মো. তরিকুল ইসলাম কবির মোল্লা, ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি মো. সেলিম খন্দকার সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এদিকে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন আলোচিত সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব মুফতি রায়হান জামিল। তিনি বলেন, মানুষের মৌলিক অধিকার, ন্যায্য মূল্য ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করাই তার রাজনৈতিক লক্ষ্য। সাধারণ মানুষের ভালোবাসা ও সমর্থন নিয়েই নির্বাচনী মাঠে এগিয়ে যেতে চান তিনি।
এছাড়াও একই দিনে ফরিদপুর-৪ আসনে মনোনয়নপত্র জমা দেন—বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্লা (রিকশা প্রতীক),ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা ইসহাক চোকদার (হাতপাখা প্রতীক),জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী রায়হান জামিল (লাঙ্গল প্রতীক)এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে স্থপতি মুজাহিদ বেগ।
মনোনয়নপত্র দাখিলের মধ্য দিয়ে ফরিদপুর-৪ আসনে নির্বাচনী প্রতিযোগিতা আরও জমে উঠবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
