ইনজামামের ৩৩ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন শান মাসুদ
প্রকাশিত : ০৪:০৩ পিএম, ২৯ ডিসেম্বর ২০২৫ সোমবার
প্রথম শ্রেণির ক্রিকেটে পাকিস্তানি ব্যাটার হিসেবে এক অনন্য ইতিহাস গড়লেন টেস্ট অধিনায়ক শান মাসুদ। ইনজামাম-উল-হকের দীর্ঘ ৩৩ বছরের পুরোনো রেকর্ড ভেঙে পাকিস্তানের হয়ে দ্রুততম ডাবল সেঞ্চুরির মালিক হলেন তিনি। মাত্র ১৭৭ বলে এই মাইলফলক স্পর্শ করেন শান।
আজ সোমবার পাকিস্তানের ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট প্রেসিডেন্টস কাপের প্রথম দিনে এই অবিশ্বাস্য কীর্তি গড়েন শান মাসুদ। সুই নর্দার্ন গ্যাসের (SNGPL) হয়ে সাহার অ্যাসোসিয়েটসের বিপক্ষে মাঠে নেমে বোলারদের শাসন করেন তিনি। শেষ পর্যন্ত ১৮৫ বলে ২১২ রান করে অপরাজিত থাকেন তিনি। এর মধ্যে ডাবল সেঞ্চুরি পূর্ণ করতে তাঁর লেগেছে মাত্র ১৭৭ বল, যা পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে কোনো ব্যাটারের পক্ষে দ্রুততম।
শান মাসুদের এই বিধ্বংসী ইনিংসের মাধ্যমে ভেঙে গেল সাবেক কিংবদন্তি অধিনায়ক ইনজামাম-উল-হকের রেকর্ড। ইনজামামের রেকর্ড: ১৯৯২ সালে ইংল্যান্ড সফরে একটি প্রস্তুতি ম্যাচে ১৮৮ বলে ডাবল সেঞ্চুরি করেছিলেন তিনি। শানের রেকর্ড: ইনজামামের চেয়ে ১১ বল কম খেলে (১৭৭ বল) আজ সেই রেকর্ড নিজের করে নিলেন শান মাসুদ।
পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে শান রেকর্ড গড়লেও, ভিনদেশের মাটিতে (Away) দ্রুততম ডাবল সেঞ্চুরির বিশ্বরেকর্ডটি এখনো ভারতের সাবেক ওপেনার বীরেন্দর শেবাগের দখলে। ২০০৬ সালে লাহোর টেস্টে পাকিস্তানের বিপক্ষেই ১৮২ বলে ডাবল সেঞ্চুরি করেছিলেন শেবাগ।
শান মাসুদের এই দুর্দান্ত ফর্ম পাকিস্তান জাতীয় দলের আসন্ন সিরিজগুলোর জন্য বড় অনুপ্রেরণা হিসেবে দেখা হচ্ছে।
