সোমবার   ২৯ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৫ ১৪৩২   ০৯ রজব ১৪৪৭

আমেরিকার চেয়ে বেশি ভারতীয় তাড়াচ্ছে সৌদি:রাজ্যসভায় চাঞ্চল্যকর তথ্য

বিনোদন ডেস্ক

প্রকাশিত : ১১:৩২ এএম, ২৯ ডিসেম্বর ২০২৫ সোমবার

বিশ্বজুড়ে অবৈধ অভিবাসী তাড়ানোর বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম বারবার শিরোনামে এলেও, বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। ভারতের সরকারি তথ্য অনুযায়ী, গত পাঁচ বছরে যুক্তরাষ্ট্র নয়, বরং সৌদি আরব থেকেই সবচেয়ে বেশি ভারতীয় নাগরিককে দেশে ফেরত পাঠানো হয়েছে।

শনিবার ভারতের সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় উত্থাপিত এক প্রতিবেদনের বরাত দিয়ে সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এই খবর জানিয়েছে।

 

২০২১ থেকে ২০২৫ সময়কালের সরকারি তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, সৌদি আরব থেকে ধারাবাহিকভাবে প্রতি বছর হাজার হাজার ভারতীয়কে নিজ দেশে ফেরত পাঠানো হচ্ছে। রিয়াদে ভারতীয় দূতাবাসের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী

  • ২০২১ সাল: ৮,৮৮৭ জন

  • ২০২২ সাল: ১০,২৭৭ জন

  • ২০২৩ সাল: ১১,৪৮৬ জন

  • ২০২৪ সাল: ৯,২০৬ জন

  • ২০২৫ (এখন পর্যন্ত): ৭,০১৯ জন

 

 

উপসাগরীয় অঞ্চলের দেশগুলোতে বিশেষ করে সৌদি আরবে অভিবাসন সংক্রান্ত কঠোর আইন বলবৎ রয়েছে। ভারতীয় কর্মকর্তাদের মতে, মূলত তিনটি প্রধান কারণে ভারতীয়দের ফেরত পাঠানো হচ্ছে। ভিসার মেয়াদোত্তীর্ণ হওয়া: ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবৈধভাবে অবস্থান করা। শ্রম আইন লঙ্ঘন: নির্দিষ্ট কাজের অনুমতি বা ওয়ার্ক পারমিট ছাড়া অন্য কাজে লিপ্ত হওয়া। বসবাস আইন ভঙ্গ: থাকার বৈধ অনুমতিপত্র (ইকামা) সংক্রান্ত জটিলতা।

 

সৌদি আরবের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, দেশটিতে বর্তমানে কাজের অনুমতি ছাড়া কাজ করা এবং বসবাস আইন লঙ্ঘনের বিরুদ্ধে ব্যাপক মাত্রায় অভিযান চলছে।

 

 

ওয়াশিংটনে অভিবাসন নিয়ে বিতর্ক ও ট্রাম্প প্রশাসনের কড়াকড়ি নিয়ে বিশ্বজুড়ে তোলপাড় চললেও, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানাচ্ছে—যুক্তরাষ্ট্র থেকে ভারতীয় নাগরিকদের ফেরত পাঠানোর হার সৌদি আরবের তুলনায় অনেক কম। অর্থাৎ, প্রচারের আলোয় আমেরিকা থাকলেও তলে তলে সৌদি আরবই ভারতীয়দের জন্য সবচেয়ে বড় 'এক্সিট পয়েন্ট' হয়ে দাঁড়িয়েছে।