রোববার   ২৮ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৪ ১৪৩২   ০৮ রজব ১৪৪৭

কানাডায় মঞ্চ মাতালেন নুসরাত ফারিয়া

বিনোদন ডেস্ক

প্রকাশিত : ০৬:৫৬ পিএম, ২৮ ডিসেম্বর ২০২৫ রোববার

ঢাকাই সিনেমার গ্ল্যামারাস নায়িকা নুসরাত ফারিয়া এখন অবস্থান করছেন কানাডায়। সেখানে কনকনে ঠান্ডার মাঝেও ওটায়া শহরের এক অনুষ্ঠানে নেচে উষ্ণতা ছড়িয়েছেন এই অভিনেত্রী। তাঁর নাচের একটি ভিডিও এখন সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ভাইরাল।

 

 

রোববার দুপুরে নুসরাত ফারিয়া নিজেই তাঁর সামাজিক মাধ্যমে পারফরম্যান্সের একটি ছোট ভিডিও প্রকাশ করেন। ওটায়ার প্রেস্টন ইভেন্ট সেন্টারে আয়োজিত সেই জমকালো অনুষ্ঠানে ফারিয়াকে দেখা গেছে অত্যন্ত স্টাইলিশ লুকে। একটি গ্ল্যামারাস সাদা রঙের ফ্রিল ড্রেস এবং সাথে মিলিয়ে পরা সাদা বুট। ব্যাকগ্রাউন্ড ড্যান্সারদের সাথে তাল মিলিয়ে ফারিয়ার দক্ষ নাচের মুদ্রা এবং অভিব্যক্তি দর্শকদের মুগ্ধ করেছে। ভিডিওটি প্রকাশের পর মুহূর্তেই নেটিজেনদের মাঝে সাড়া ফেলে দেয়।

 

 

ফারিয়ার এই সফর থেকে নিয়মিত ছবি ও ভিডিও পোস্ট করছেন তিনি। এর আগে ওটায়া থেকে তাঁর একটি অফ-শোল্ডার কালো গাউন পরা ছবি ভক্তদের নজর কাড়ে। সেখানে অনেক ভক্তই তাঁকে সৌন্দর্যের দেবী **‘ক্লিওপেট্রা’**র সঙ্গে তুলনা করেছেন। নাচের ভিডিওর নিচেও ভক্তদের প্রশংসার জোয়ার দেখা গেছে। এক ভক্ত লিখেছেন, “অসাধারণ নেচেছেন আপু।” তবে তাঁর নাচের ভঙ্গি নিয়ে কিছু নেটিজেনকে মজাদার মন্তব্য করতেও দেখা গেছে।

 

 

বছরের শেষ সময়টা ভ্রমণের আমেজে কাটাতে কানাডায় উড়াল দিয়েছেন ফারিয়া। কখনো টরোন্টো আবার কখনো ওটায়ার পথঘাটে ঘুরে বেড়ানোর ছবি শেয়ার করছেন তিনি। মজার ব্যাপার হলো, নুসরাত ফারিয়ার এই আনন্দঘন সফরে সঙ্গী হিসেবে দেখা গেছে ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়ক জায়েদ খানকেও। বড়দিন এবং আসন্ন নতুন বছরের বিশেষ মুহূর্তগুলো তাঁরা একসাথেই উদযাপন করছেন।