হামাসে অর্থ পাঠানোর অভিযোগে ইতালিতে অভিযান, গ্রেফতার ৯
তরুণকণ্ঠ অনলাইন
প্রকাশিত : ০৫:৫৯ পিএম, ২৮ ডিসেম্বর ২০২৫ রোববার
ইতালিতে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাসের জন্য প্রায় ৭০ লাখ ইউরো তহবিল সংগ্রহের অভিযোগে ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ অনুযায়ী, তারা দুই বছরেরও বেশি সময় ধরে মানবিক সহায়তার আড়ালে হামাসের জন্য অর্থ সংগ্রহ করছিলেন।
ইতালির পুলিশ জানায়, সাধারণ ফিলিস্তিনি নাগরিকদের সহায়তার কথা বলে সংগ্রহ করা অর্থ বিশেষ ব্যবস্থায় হামাসের কাছে পাঠানো হতো। তদন্তের অংশ হিসেবে পুলিশ ৮০ লাখ ইউরোরও বেশি সম্পদ বাজেয়াপ্ত করেছে।
পুলিশের দাবি, অভিযুক্তরা এমন পদ্ধতিতে অর্থ সংগ্রহ ও সরবরাহ করতেন, যা সন্ত্রাসবাদে অর্থায়নে সহায়ক হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। ইতালির সন্ত্রাসবাদ দমন ও আর্থিক অপরাধ প্রতিরোধ বিভাগ যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।
তদন্তকারীরা বলেন, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর সন্দেহজনক কিছু আর্থিক লেনদেনের প্রতিবেদন বিশ্লেষণ করে তারা একটি ‘জটিল’ তহবিল চক্রের খোঁজ পান।
ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি জানান, আটককৃতদের মধ্যে সবচেয়ে পরিচিত ব্যক্তি হলেন মোহাম্মদ হান্নুন, যিনি ইতালির প্যালেস্টিনিয়ান অ্যাসোসিয়েশনের সভাপতি। এর আগে হান্নুন হামাসে অর্থ পাঠানোর অভিযোগ “মিথ্যা” বলে দাবি করেছিলেন।
