রোববার   ২৮ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৪ ১৪৩২   ০৮ রজব ১৪৪৭

সজল আলী ও হামজা সোহাইলের বিয়ের গুঞ্জন: উচ্ছ্বাসে ভাসছেন ভক্তরা

বিনোদন ডেস্ক

প্রকাশিত : ০৫:০০ পিএম, ২৮ ডিসেম্বর ২০২৫ রোববার

পাকিস্তানের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সজল আলী এবং উদীয়মান তারকা হামজা সোহাইলকে ঘিরে নতুন করে বিয়ের গুঞ্জন শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া খবর অনুযায়ী, এই জনপ্রিয় অন-স্ক্রিন জুটি নাকি ২০২৬ সালের শুরুর দিকেই বাস্তব জীবনে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন। খবরটি প্রকাশের পর থেকেই দুই তারকার ভক্তদের মধ্যে আনন্দের জোয়ার বইছে।

 

 

সজল আলী পাকিস্তানি টেলিভিশন ইন্ডাস্ট্রির অন্যতম শীর্ষ অভিনেত্রী। ‘ইয়াকিন কা সাফর’, ‘সিনফ-ই-আহান’ এবং ‘ও রংরেজা’র মতো নাটকে তাঁর শক্তিশালী অভিনয় তাঁকে বিশ্বজুড়ে পরিচিতি দিয়েছে। অন্যদিকে, ‘ফেয়ারি টেল’ খ্যাত হামজা সোহাইল খুব অল্প সময়েই ‘জর্দ পট্টন কা বুন’ এবং ‘বার্নস রোড কে রোমিও জুলিয়েট’ দিয়ে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন।

 

এই দুই তারকার অন-স্ক্রিন রসায়ন প্রথম নজরে আসে ‘জর্দ পট্টন কা বুন’ নাটকে। পরবর্তীতে ‘দিল ওয়ালি গলি মেইন’ নাটকে তাঁদের দুর্দান্ত বোঝাপড়া দেখে ভক্তরা আগে থেকেই অনুমান করছিলেন যে, পর্দার বাইরেও তাঁদের মধ্যে বিশেষ কোনো সম্পর্ক রয়েছে।

 

 

সম্প্রতি একাধিক ইনস্টাগ্রাম পেজ ও বিনোদনভিত্তিক পোর্টালে দাবি করা হয়েছে, সজল ও হামজা ২০২৬ সালের শুরুতে বিয়ের প্রস্তুতি নিচ্ছেন। যদিও এখন পর্যন্ত সজল আলী কিংবা হামজা সোহাইল—কেউই এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি বা মুখ খোলেননি। তবুও নেটিজেনরা এই গুঞ্জনকে ঘিরেই তাঁদের শুভকামনা জানাতে শুরু করেছেন।

 

 

সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো। অনেকেই মন্তব্য করেছেন। “সজলের জন্য আমি খুব খুশি, দোয়া করি সে সবসময় সুখী থাকুক।”“আমি জানতাম এটা একদিন হবে, হামজা সত্যিই একজন ভদ্র মানুষ।”“সজল এমন একজন মানুষকে ডিজার্ভ করে যে বিনয়ী ও ভালো মনের। এখন শুধু তাঁদের বিয়েই আমাকে শান্তি দিতে পারে।”

 

সজল আলীর ব্যক্তিগত জীবন নিয়ে অতীতে অনেক চড়াই-উতরাই থাকলেও, হামজা সোহাইলের সঙ্গে তাঁর এই সম্ভাব্য নতুন যাত্রাকে ভক্তরা ইতিবাচকভাবেই দেখছেন। এখন দেখার বিষয়, সজল-হামজা জুটি কবে নাগাদ এই গুঞ্জনকে বাস্তবে রূপ দেন।