রোববার   ২৮ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৪ ১৪৩২   ০৮ রজব ১৪৪৭

সালমানের ৬০তম জন্মদিনে সাবেক প্রেমিকা ক্যাটরিনার আবেগঘন বার্তা

বিনোদন ডেস্ক

প্রকাশিত : ০৪:২৯ পিএম, ২৮ ডিসেম্বর ২০২৫ রোববার

বলিউডের পর্দায় হোক কিংবা বাস্তব জীবনে— সালমান খান ও ক্যাটরিনা কাইফ জুটি সবসময়ই থেকেছেন চর্চার কেন্দ্রে। একসময়ের গভীর প্রেম এখন আর নেই, ক্যাটরিনা এখন অভিনেতা ভিকি কৌশলের স্ত্রী ও এক সন্তানের জননী। তবে সম্পর্কের সমীকরণ বদলালেও সাবেক প্রেমিকের প্রতি সম্মান আর সৌজন্যবোধ যে এখনো অটুট, তার প্রমাণ দিলেন ক্যাটরিনা।

 

 

শনিবার (২৭ ডিসেম্বর) ছিল বলিউডের সুলতান সালমান খানের ৬০তম জন্মদিন। বিশেষ এই দিনটি উদযাপন করতে পানভেলের ফার্মহাউসে আয়োজন করা হয়েছিল এক জমকালো ও রাজকীয় অনুষ্ঠানের। শুক্রবার মধ্যরাত থেকেই সেখানে শুরু হয় উৎসব। সালমানের পরিবারের সদস্য এবং বলিউডের নামিদামি তারকাদের উপস্থিতিতে মুখর ছিল গোটা ফার্মহাউস। অতিথি আপ্যায়ন থেকে শুরু করে সাজসজ্জা— সবকিছুতেই ছিল আভিজাত্যের ছাপ।

 

 

জন্মদিন উপলক্ষে ভক্ত ও সহকর্মীদের অগুণতি শুভেচ্ছায় ভাসছেন সালমান। তবে সব শুভেচ্ছাকে ছাপিয়ে নেটিজেনদের নজর কেড়েছে ক্যাটরিনা কাইফের বিশেষ বার্তাটি। সামাজিক মাধ্যমে সালমানকে তাঁর অনস্ক্রিন জনপ্রিয় চরিত্র ‘টাইগার’ নামেই সম্বোধন করেছেন অভিনেত্রী।

ক্যাটরিনা লিখেছেন:

 

“টাইগার, টাইগার, টাইগার— ৬০তম জন্মদিনের শুভেচ্ছা। তোমার মতো বড় মনের মানুষের জন্য অনেক অনেক শুভকামনা। তোমার প্রতিটা দিন ভালোবাসা আর আলোয় ভরে উঠুক।”

 

 

সাবেক প্রেমিকার এই সুন্দর ও মার্জিত শুভেচ্ছা বার্তাটি সামাজিক মাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে পড়েছে। নেটিজেনরা ক্যাটরিনার এই মহানুভবতার প্রশংসা করছেন। অনেকের মতেই, সম্পর্ক ভেঙে গেলেও যে পারস্পরিক শ্রদ্ধা বজায় রাখা সম্ভব, ক্যাটরিনা সেটিই প্রমাণ করলেন। জীবন যেভাবেই চলুক না কেন, ‘টাইগার’ ও তাঁর ‘জোয়া’র মধ্যকার এই বন্ধুত্বপূর্ণ সম্মান ভক্তদের হৃদয় ছুঁয়ে গেছে।