রোববার   ২৮ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৪ ১৪৩২   ০৮ রজব ১৪৪৭

বিপিএলে দুঃসংবাদ: অনুশীলনে মাথায় আঘাত পেয়ে হাসপাতালে শরিফুল ইসলাম

মোঃ মাহাবুবুর রাহামান রাব্বি

প্রকাশিত : ০৪:১৩ পিএম, ২৮ ডিসেম্বর ২০২৫ রোববার

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মাঠের লড়াইয়ের মাঝেই বড় ধাক্কা খেল চট্টগ্রাম রয়্যালস। দলীয় অনুশীলনের সময় মাথায় গুরুতর আঘাত পেয়েছেন দলের অন্যতম প্রধান অস্ত্র, বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। ঘটনার পরপরই সতর্কতাস্বরূপ তাঁকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

 

 

দলীয় সূত্রে জানা গেছে, অনুশীলনের সময় এক সতীর্থ ক্রিকেটারের সঙ্গে অসাবধানতাবশত ধাক্কা লাগে শরিফুলের। এতে তিনি মাথার এক পাশে প্রচণ্ড ব্যথা পান। এর বাইরে গত কয়েকদিন ধরে তিনি কিছুটা ঠান্ডাজনিত সমস্যায়ও ভুগছিলেন। চোট পাওয়ার পর মাঠে প্রাথমিক শুশ্রূষা দেওয়া হলেও ঝুঁকি নিতে চায়নি টিম ম্যানেজমেন্ট।

 

 

আগামীকালই চট্টগ্রাম রয়্যালসের গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। শরিফুলের চোটের অবস্থা জানতে চাওয়া হলে টিম ম্যানেজমেন্টের একজন সদস্য জানান:

“প্রাথমিকভাবে চোট খুব বেশি গুরুতর মনে হচ্ছে না। তবে যেহেতু মাথার আঘাত, তাই আমরা কোনো ঝুঁকি নিতে চাচ্ছি না। পুরোপুরি নিশ্চিত হতেই তাঁকে হাসপাতালে পাঠানো হয়েছে। পরীক্ষার রিপোর্ট আসার পর তাঁর খেলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।”

 

 

বিপিএলের ব্যস্ত সূচির মধ্যে শরিফুলের মতো ফর্মে থাকা বোলারের চোট চট্টগ্রাম রয়্যালসের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন। সিটি স্ক্যান বা প্রয়োজনীয় পরীক্ষা শেষে জানা যাবে আগামীকালকের ম্যাচে তিনি মাঠে নামতে পারবেন কি না।

এর আগে গতকালই ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকির হার্ট অ্যাটাকে মৃত্যুতে শোকাতুর হয়ে আছে বিপিএল অঙ্গন। তার মধ্যেই শরিফুলের এই চোট সমর্থকদের মাঝে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।