থাইল্যান্ড–কম্বোডিয়া সীমান্তে নতুন যুদ্ধবিরতি কার্যকর
তরুণকণ্ঠ অনলাইন
প্রকাশিত : ০৫:২৭ পিএম, ২৭ ডিসেম্বর ২০২৫ শনিবার
তিন দিন ব্যাপী সীমান্ত আলোচনা শেষে শনিবার (২৭ ডিসেম্বর) নতুন যুদ্ধবিরতিতে স্বাক্ষর করেছে থাইল্যান্ড ও কম্বোডিয়া। এ পদক্ষেপে ২০ দিন ধরে চলা প্রাণঘাতী সংঘাতের অবসান ঘটল।
জুলাইয়ে সীমান্তে পাঁচ দিনের সংঘাতে বহু মানুষ নিহত হওয়ার পর, চলতি মাসে নতুন লড়াই শুরু হয়। এতে উভয় দেশের ১০০-এর বেশি মানুষ নিহত এবং ৫ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়।
যুদ্ধবিরতি ঘোষণা অনুযায়ী:
-
এটি ২৭ ডিসেম্বর দুপুর ১২টা থেকে কার্যকর।
-
সকল সামরিক হামলা, নাগরিক এবং অবকাঠামোর উপর আক্রমণ বন্ধ থাকবে।
-
৭২ ঘণ্টা পর থাইল্যান্ড আটক ১৮ কম্বোডিয়ান সৈন্যকে মুক্তি দেবে।
-
উভয় দেশ উত্তেজনা বাড়ানো, উসকানিমূলক পদক্ষেপ বা মিথ্যা তথ্য প্রচার থেকে বিরত থাকবে।
-
আসিয়ান পর্যবেক্ষকরা চুক্তির বাস্তবায়ন পর্যবেক্ষণ করবেন।
-
সীমান্তে সমস্যা সমাধানের জন্য উভয় দেশ সরাসরি যোগাযোগ বজায় রাখবে।
-
মাইন অপসারণ ও সাইবার অপরাধ প্রতিরোধে সহযোগিতা করা হবে।
স্বাক্ষর করেছেন থাইল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী নাথাফোন নারকফানিট এবং কম্বোডিয়ার প্রতিরক্ষামন্ত্রী টি সেইহা।
সংঘাতের মূল কারণ, ঔপনিবেশিক আমলের ৮০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত এবং সেখানে থাকা প্রাচীন মন্দির নিয়ে বিরোধ।
এর আগে যুক্তরাষ্ট্র, চীন ও মালয়েশিয়া মধ্যস্থতায় থামানো যুদ্ধবিরতি বেশিদিন স্থায়ী হয়নি। এবার তিন দিনের আলোচনার পর আন্তর্জাতিক চাপের মধ্যেই নতুন সমঝোতায় আসলো দুই দেশ।
