শনিবার   ২৭ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৩ ১৪৩২   ০৭ রজব ১৪৪৭

মিডিয়াকে বিদায় জানালেন লুবাবা: এখন থেকে চলবেন নেকাবে

বিনোদন ডেস্ক

প্রকাশিত : ০৪:৩৭ পিএম, ২৭ ডিসেম্বর ২০২৫ শনিবার

প্রখ্যাত অভিনেতা মরহুম আব্দুল কাদেরের নাতনি এবং জনপ্রিয় শিশুশিল্পী সিমরিন লুবাবা শোবিজ জগত বা মিডিয়া ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন। এখন থেকে তিনি আর ক্যামেরার সামনে মুখ দেখাবেন না এবং ইতিমধ্যে নেকাব পরা শুরু করেছেন। লুবাবার মা জাহিদা ইসলাম জেমি গণমাধ্যমকে এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন।

 

 

সংস্কৃতিমনা পরিবারে জন্ম নেওয়া লুবাবা খুব ছোটবেলা থেকেই দাদার অনুপ্রেরণায় অভিনয়ের জগতে পা রাখেন। বিজ্ঞাপন ও নাটকে শিশুশিল্পী হিসেবে তাঁর ব্যাপক পরিচিতি রয়েছে। তবে লুবাবার মা জানান, সম্প্রতি লুবাবার নিজের মধ্যেই এক ধরনের উপলব্ধি তৈরি হয়েছে।

শনিবার দুপুরে কালের কণ্ঠকে জাহিদা ইসলাম জেমি বলেন:

 

“লুবাবার নিজেরই উপলব্ধি হয়েছে সে আর মিডিয়ায় কাজ করবে না। মুখ দেখাবে না, তাই নেকাব পরা শুরু করেছে। এ অবস্থায় তো মিডিয়ায় কাজ করা যায় না। লুবাবা ধর্মীয় বই পড়ে পড়ে নিজে নিজে মনে করেছে সে জীবনধারায় পরিবর্তন আনবে। তাই এই সিদ্ধান্ত নিয়েছে।”

 

 

জানা গেছে, লুবাবা ইতিমধ্যে পবিত্র কোরআন খতম দিয়েছেন এবং নিয়মিত বিভিন্ন হাদিস ও ধর্মীয় গ্রন্থ পাঠ করছেন। এই পড়াশোনা থেকেই তাঁর চিন্তাভাবনায় পরিবর্তন আসে। বর্তমানে তিনি নেকাবের সঙ্গেই চলাফেরা করছেন।

জাহিদা ইসলাম জেমি আরও যোগ করেন। লুবাবা সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু প্রচারণামূলক কাজ করলেও সেটি নেকাব পরেই করবেন।  আগামী রমজান মাসে লুবাবার পবিত্র মক্কায় ওমরাহ হজ পালন করতে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

 

দাদার হাত ধরে যে রঙিন ভুবনে লুবাবার পথচলা শুরু হয়েছিল, সেই ভুবন ছেড়ে এখন এক নিভৃত ও ধর্মীয় জীবন বেছে নিলেন এই ক্ষুদে তারকা। তাঁর এই আকস্মিক সিদ্ধান্তে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।