শনিবার   ২৭ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৩ ১৪৩২   ০৭ রজব ১৪৪৭

ফরিদপুর জিলা স্কুলে জেমসের কনসার্টে হামলা: ইট-পাটকেলে আহত ২৫

বিনোদন ডেস্ক

প্রকাশিত : ০৩:৫১ পিএম, ২৭ ডিসেম্বর ২০২৫ শনিবার

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫তম বর্ষপূর্তি অনুষ্ঠানের সমাপনী দিনটি আনন্দাশ্রুর বদলে বিষাদে পরিণত হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে প্রখ্যাত সংগীতশিল্পী জেমসের বহুল প্রতীক্ষিত কনসার্ট চলাকালে উচ্ছৃঙ্খল জনতার ইট নিক্ষেপের ঘটনায় পণ্ড হয়ে গেছে পুরো আয়োজন। এই হামলায় আয়োজক কমিটির আহ্বায়কসহ কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন।

 

 

বর্ষপূর্তি অনুষ্ঠান উপলক্ষে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে জিলা স্কুল চত্বরে ‘নগর বাউল’ জেমসের সংগীত পরিবেশনের কথা ছিল। জেমস মঞ্চে ওঠার ঠিক আগ মুহূর্তে একদল বহিরাগত জোর করে অনুষ্ঠানস্থলে প্রবেশ করার চেষ্টা চালায়। আয়োজকরা তাদের বাধা দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

উচ্ছৃঙ্খল জনতা বাইরে থেকে বৃষ্টির মতো ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে এবং এক পর্যায়ে মঞ্চ দখল করার চেষ্টা চালায়। জিলা স্কুলের শিক্ষার্থীরা তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে তুললে বহিরাগতরা পিছু হটতে বাধ্য হয়।

 

 

পরিস্থিতি পর্যালোচনার পর রাত ১০টার দিকে আয়োজক কমিটির আহ্বায়ক ডা. মুস্তাফিজুর রহমান শামীম মঞ্চ থেকে ঘোষণা করেন যে, ফরিদপুর জেলা প্রশাসকের নির্দেশে এবং দর্শকদের নিরাপত্তা বিবেচনায় জেমসের অনুষ্ঠানটি বাতিল করা হলো।

 

 

অনুষ্ঠানের শৃঙ্খলা কমিটির সদস্য বেনজীর আহমেদ তাবরিজ জানান ইটের আঘাতে আয়োজক কমিটির আহ্বায়ক ডা. মুস্তাফিজুর রহমান শামীমসহ ২৫-৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ কয়েকজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং কয়েকজনের শরীরে জরুরি অস্ত্রোপচারও করতে হয়েছে।

 

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, “বহিরাগতদের ভেতরে ঢুকতে না দেওয়ায় কিছুটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করেছে। তবে শেষ পর্যন্ত পরিবেশ শান্ত রাখতে এবং বড় কোনো দুর্ঘটনা এড়াতে পুরো পরিবেশনা বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়।”

 

দীর্ঘ প্রতীক্ষার পর জেমসের গান শুনতে আসা হাজারো দর্শক এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় চরম হতাশা নিয়ে বাড়ি ফিরেছেন।