ভারত থেকে বিনিয়োগ তুলে নিয়েছে ম্যান সিটির মালিকপক্ষ
মোঃ মাহাবুবুর রাহামান রাব্বি
প্রকাশিত : ০৩:৪৭ পিএম, ২৭ ডিসেম্বর ২০২৫ শনিবার
কয়েক দিন ধরে চলা গুঞ্জনই শেষ পর্যন্ত সত্যি হলো। বিশ্ব ফুটবলের অন্যতম শক্তিশালী গ্রুপ ম্যানচেস্টার সিটি ফুটবল গ্রুপ (CFG) ভারতীয় ফুটবল থেকে তাদের সমস্ত বিনিয়োগ তুলে নেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। এর ফলে ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল) দল মুম্বাই সিটি এফসি-র সঙ্গে তাদের পাঁচ বছরের সম্পর্কের অবসান ঘটল।
২০১৯ সালের নভেম্বরে মুম্বাই সিটি এফসির ৬৫ শতাংশ মালিকানা কিনেছিল সিএফজি। বড় স্বপ্ন নিয়ে প্রবেশ করলেও মাত্র পাঁচ বছরের মাথায় তারা তাদের সমস্ত শেয়ার ক্লাবের প্রাক্তন মালিক বলিউড তারকা রণবীর কাপুর এবং বিমল পারেখের কাছে ফেরত দিয়েছে। ফলে মুম্বাই সিটি আবারও পুরোপুরি ভারতীয় মালিকানাধীন ক্লাবে পরিণত হলো।
মাঠের লড়াইয়ে সিএফজি-র অধীনে মুম্বাই সিটি ছিল অপ্রতিরোধ্য। এই পাঁচ বছরে তারা দুইবার আইএসএল লিগ শিল্ড জিতেছে। দুইবার আইএসএল কাপ ঘরে তুলেছে।
তবে মাঠের এই সাফল্য ঢাকা পড়ে গেছে ভারতীয় ফুটবলের প্রশাসনিক ও কাঠামোগত বিশৃঙ্খলার কারণে।
সিএফজি তাদের বিবৃতিতে স্পষ্টভাবে আইএসএল-এর অস্থিতিশীলতাকেই বিদায়ের প্রধান কারণ হিসেবে দেখিয়েছে। তাদের মতে লিগের পরবর্তী মৌসুম কবে শুরু হবে, তার কোনো নিশ্চয়তা নেই। ২০২৫-২৬ মৌসুম গত সেপ্টেম্বরে শুরু হওয়ার কথা থাকলেও এআইএফএফ (AIFF) এবং বাণিজ্যিক অংশীদার এফএসডিএল (FSDL)-এর দ্বন্দ্বের কারণে লিগ বর্তমানে থমকে আছে। নতুন টেন্ডার ডাকা হলেও কোনো কোম্পানি লিগ পরিচালনায় আগ্রহ দেখায়নি।
দীর্ঘমেয়াদি পরিকল্পনায় বিশ্বাসী এই গ্লোবাল গ্রুপটি এমন ‘অন্ধকারে পথ খোঁজা’ পরিস্থিতিতে আর বিনিয়োগ চালিয়ে নিতে রাজি নয়।
