শনিবার   ২৭ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৩ ১৪৩২   ০৭ রজব ১৪৪৭

উজ্জীবিত বিএনপির লক্ষ্য এখন নির্বাচন: তারেক রহমান

তরুণ কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত : ০৯:২৬ এএম, ২৭ ডিসেম্বর ২০২৫ শনিবার

দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশে প্রত্যাবর্তন এবং গত বৃহস্পতিবারের বিশাল গণসংবর্ধনা দলটির রাজনীতিতে এক নতুন প্রাণের সঞ্চার করেছে। রাজধানীর সেই উত্তাল জনসমুদ্রের প্রভাব এখন দেশের প্রতিটি প্রান্তে ছড়িয়ে পড়েছে। বিএনপির নীতিনির্ধারকরা বলছেন, তারেক রহমানের সরাসরি উপস্থিতি দলের ভেতরের নেতৃত্বহীনতার শূন্যতা দূর করেছে এবং নেতা-কর্মীদের উজ্জীবিত হয়ে ভোটের মাঠে নামার সাহস জোগাচ্ছে।

 

 

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি এখন পুরোপুরি ভোটের লড়াইয়ে মনোযোগী। ৩০০ আসনের মধ্যে ইতিমধ্যে ২৮৫টি আসনের প্রার্থী চূড়ান্ত করেছে দলটি। বাকি ১৫টি আসনের প্রার্থীর নাম আজ বা কালকের মধ্যে ঘোষণা করা হতে পারে। তারেক রহমান সম্ভবত ২৮ ডিসেম্বর বগুড়া সফরে যাবেন। সেখান থেকে ২৯ ডিসেম্বর তিনি তাঁর নির্ধারিত আসন বগুড়া-৬ (সদর) থেকে মনোনয়নপত্র দাখিল করবেন। একই সময়ে তাঁর মা বেগম খালেদা জিয়ার পক্ষেও বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসন থেকে মনোনয়ন জমা দেওয়ার কথা রয়েছে। এছাড়া তিনি সিলেটে হযরত শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করতে দ্রুত সফরে যাবেন।

 

 

বৃহস্পতিবারের সংবর্ধনা মঞ্চে তারেক রহমান তাঁর ভাষণে বলেছিলেন, “আই হ্যাভ আ প্ল্যান (উই হ্যাভ আ প্ল্যান)”। বিএনপির দলীয় সূত্র ও সাম্প্রতিক ঘোষণা অনুযায়ী, তাঁর এই পরিকল্পনার মূলে রয়েছে সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে ৮ দফা প্রস্তাবনা:

  1. সবার জন্য স্বাস্থ্য কার্ড: স্বল্পমূল্যে বা বিনামূল্যে উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করা।

  2. কৃষক কার্ড: সার, বীজ ও কৃষি সহায়তায় সরাসরি ভর্তুকি এবং ফসলের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ।

  3. দেশজুড়ে কর্মসংস্থান: আইটি খাতে ৮ লাখ চাকরি এবং এসএমই ঋণের সুবিধা।

  4. শিক্ষায় সংস্কার: ‘ওয়ান টিচার ওয়ান ট্যাব’ এবং কারিগরি শিক্ষার বিস্তার।

  5. ধর্মীয় কল্যাণ: ইমাম, মোয়াজ্জিন ও অন্য ধর্মের ধর্মগুরুদের জন্য সম্মানী ও কল্যাণ তহবিল।

  6. পরিবেশ ও নদী: ২০ হাজার কিমি খাল খনন এবং ২৫ কোটি গাছ রোপণ।

  7. ক্রীড়া উন্নয়ন: প্রতিটি জেলায় স্পোর্টস ভিলেজ এবং স্পোর্টস অফিসার নিয়োগ।

  8. সামাজিক সুরক্ষা: দুস্থ ও প্রান্তিক মানুষের জন্য ভাতার আওতা বৃদ্ধি।

 

 

আজ শনিবার তারেক রহমানের বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যস্ততা রয়েছে:

  • জিয়ারত: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত।

  • পরিচয়পত্র: আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে গিয়ে জাতীয় পরিচয়পত্রের (NID) নিবন্ধন সম্পন্ন করবেন।

  • হাসপাতাল পরিদর্শন: জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে যাবেন। 

“তারেক রহমানের এই প্রত্যাবর্তন ছিল অভূতপূর্ব। এটি দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আশার সঞ্চার করেছে। মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাঁকে বরণ করে নিয়েছে এবং এই বিজয় জনগণের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার পথে বড় ধাপ।”

— মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মহাসচিব, বিএনপি

 

সব মিলিয়ে বিএনপির তৃণমূল এখন নির্বাচনমুখী। ঢাকা থেকে ফিরে প্রার্থীরা নিজ নিজ এলাকায় নির্বাচনী প্রচারণার কৌশল সাজাচ্ছেন। তারেক রহমানের এই প্রত্যাবর্তন ভোটের বাক্সে কতটা প্রভাব ফেলে, সেটিই এখন দেখার বিষয়।