বৃহস্পতিবার   ২৫ ডিসেম্বর ২০২৫   পৌষ ১১ ১৪৩২   ০৫ রজব ১৪৪৭

বিয়ের পিঁড়িতে বসার আগে ‘ব্যাচেলর হানিমুন’

বিনোদন ডেস্ক

প্রকাশিত : ০৬:২০ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ বৃহস্পতিবার

দক্ষিণী সিনেমার জনপ্রিয় জুটি বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা দীর্ঘ সাত বছরের প্রেমের পর অবশেষে জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন। আগামী বছরের ফেব্রুয়ারিতে রাজস্থানের এক রাজপ্রাসাদে তাঁদের বিয়ের সানাই বাজবে বলে জোর গুঞ্জন সিনেপাড়ায়। তবে সেই মহেন্দ্রক্ষণের আগে বছরের শেষভাগটা একান্তে কাটাতে বিদেশে পাড়ি জমালেন এই চর্চিত জুটি, যাকে ভক্তরা বলছেন ‘বিয়ের আগে শেষ ব্যাচেলর হানিমুন’।

 

 

বুধবার (২৪ ডিসেম্বর) গভীর রাতে হায়দরাবাদ বিমানবন্দর থেকে অজানার উদ্দেশ্যে উড়াল দেন বিজয় ও রাশমিকা। পাপারাজ্জিদের নজর এড়াতে তাঁরা বেশ সতর্ক ছিলেন। দুজনের পরনেই ছিল ধূসর রঙের হুডি এবং মুখ ঢাকা ছিল কালো মাস্কে। একেবারে সাদামাটা বেশে বিমানবন্দরের ভেতরে প্রবেশ করলেও সামাজিক মাধ্যমের কল্যাণে সেই মুহূর্তের দৃশ্য দ্রুত ভাইরাল হয়ে যায়।

 

 

ভ্রমণের জল্পনা আরও উসকে দিয়েছেন বিজয় নিজেই। ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করে তিনি লিখেছেন:

 

“কয়েক মাসের হাড়ভাঙা খাটুনির পর এবার ছুটির সময়।”

ছবিতে দেখা যায়, দীর্ঘ সফরের ক্লান্তি শেষে বিমানবন্দরে বিশ্রাম নিচ্ছেন অভিনেতা। তাঁর হাতে একটি পোলারয়েড ছবি, যা রাশমিকা তুলেছেন বলেই ভক্তদের ধারণা। রাশমিকা নিজে কোনো ছবি শেয়ার না করলেও বিজয় ও তাঁর এই গোপন সফর এখন নেট দুনিয়ায় টক অব দ্য টাউন।

 

 

সিনেপাড়ার খবর অনুযায়ী, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে রাজকীয় আয়োজনে চারহাত এক হবে তাঁদের। সম্প্রতি এক সাক্ষাৎকারে রাশমিকা তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা ও মাতৃত্ব নিয়ে আবেগঘন কথা বলেছেন। তিনি জানান:

“আমি মা না হলেও আমি যেন আমার অনাগত সন্তানদের অনুভব করতে পারি। আমার যে সন্তান জন্ম নেয়নি, মনে হয় তাদের জন্য সব করতে পারি। আমাকে যদি ওদের জন্য যুদ্ধে যেতে হয়, আমি তাই করব।”

রাশমিকা আরও জানান, তিনি ৩০ বছর বয়স পর্যন্ত চুটিয়ে কাজ করতে চান এবং ৪০ বছর বয়স পর্যন্ত ক্যারিয়ার ও পরিবারকে সমানভাবে সময় দেওয়ার পরিকল্পনা করেছেন।