মনোনয়নে উচ্ছ্বসিত জনতা, ঐক্যবদ্ধ বিএনপি—বিজয়ের পথে দৃঢ় প্রত্যয়
তরুণ কণ্ঠ ডেস্ক
প্রকাশিত : ০৫:১১ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ বৃহস্পতিবার
লালমনিরহাট-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পেয়েছেন জননন্দিত ও জনপ্রিয় নেতা জনাব রোকন উদ্দিন বাবুল। তাঁর এই মনোনয়ন ঘোষণার সঙ্গে সঙ্গে গোটা লালমনিরহাট-২ আসনে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দলীয় প্রতীকে তাঁকে মনোনয়ন দেওয়ায় সাধারণ মানুষ থেকে শুরু করে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে স্বস্তি, আনন্দ ও বিজয়ের দৃঢ় প্রত্যাশা।
জনতার আস্থার প্রতীক রোকন উদ্দিন বাবুল
স্থানীয় ভোটারদের মতে, রোকন উদ্দিন বাবুল কেবল একজন রাজনীতিবিদ নন—তিনি লালমনিরহাট-২ আসনের সাধারণ মানুষের কণ্ঠস্বর। সুখে-দুঃখে মানুষের পাশে থাকা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী অবস্থান এবং এলাকার উন্নয়ন ও অধিকার আদায়ে তাঁর আপসহীন ভূমিকা তাঁকে এই আসনের সবচেয়ে গ্রহণযোগ্য নেতায় পরিণত করেছে।
বয়স্ক ভোটারদের অনেকেই বলছেন, “অনেককে দেখেছি, অনেক প্রতিশ্রুতি শুনেছি। কিন্তু বাবুল ভাইয়ের সঙ্গে মানুষের দূরত্ব নেই। তিনি আমাদেরই একজন।” তরুণ ভোটারদের মাঝেও তাঁর জনপ্রিয়তা চোখে পড়ার মতো।
দলীয় সিদ্ধান্তে তৃণমূলের সন্তুষ্টি
বিএনপির এই মনোনয়নকে সময়োপযোগী ও বাস্তবসম্মত সিদ্ধান্ত বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। তাদের মতে, মাঠপর্যায়ের জনপ্রিয়তা, সাংগঠনিক দক্ষতা ও রাজনৈতিক অভিজ্ঞতা—সব দিক বিবেচনায় রোকন উদ্দিন বাবুলই ছিলেন সবচেয়ে যৌক্তিক পছন্দ।
এই মনোনয়নের মধ্য দিয়ে লালমনিরহাট-২ আসনে বিএনপির অভ্যন্তরীণ ঐক্য আরও সুসংহত হয়েছে বলে মনে করছেন দলীয় নেতাকর্মীরা।
উল্লেখ্য যে ২০১৮এর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-২ আসনটিতে বিএনপি'র মনোনয়ন নিয়ে জনাব, রোকনউদ্দিন বাবুল ৭৪৩১৯ভোট পেয়েছিলেন।
নেতৃবৃন্দের প্রতিক্রিয়া: ঐক্যের বার্তা
মনোনয়ন ঘোষণার পর জাতীয়তাবাদী কৃষকদল, লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক জনাব এনামুল হক সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় দলীয় সিদ্ধান্তকে স্বাগত জানান। তিনি তার ফেসবুক হ্যান্ডেলে লেখেন—
“আলহামদুলিল্লাহ, শুকরিয়া মহান আল্লাহপাকের দরবারে। সশ্রদ্ধ অভিনন্দন বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি। গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি প্রিয় রাজনৈতিক অভিভাবক জননেতা জনাব অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু মহোদয়ের প্রতি। সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে লালমনিরহাট-২ আসনে ধানের শীষের প্রতীক জননেতা রোকন উদ্দিন বাবুল মহোদয়কে বরাদ্দ দেওয়ার জন্য। বিএনপি প্রার্থী নির্বাচনে ভুল করে না—এটাই তার সর্বশেষ প্রমাণ। সকল দ্বিধা-দ্বন্দ্ব ভুলে আসুন লালমনিরহাট-২ আসনে রোকনউদ্দিন বাবুল ভাইয়ের হাতকে শক্তিশালী করে ধানের শীষের বিজয় নিশ্চিত করি। আল্লাহ হাফেজ।”
এই বক্তব্য মুহূর্তেই নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে এবং লালমনিরহাটে দলীয় ঐক্যের বার্তা আরও জোরালো করে তোলে।
মাঠপর্যায়ের প্রস্তুতি ও বিজয়ের প্রত্যাশা
মনোনয়ন ঘোষণার পর থেকেই লালমনিরহাট-২ আসনে বিএনপির নেতাকর্মীরা মাঠে নেমে পড়েছেন। গ্রাম থেকে ইউনিয়ন—সবখানেই আলোচনা একটাই, “এবার ধানের শীষের বিজয় নিশ্চিত।” অনেকেই মনে করছেন, মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন ও সংগঠনের ঐক্যবদ্ধ প্রচেষ্টার কারণে এই আসনে রোকন উদ্দিন বাবুলকে হারানো কঠিন হবে।
রাজনৈতিক বিশ্লেষণ
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় রোকন উদ্দিন বাবুলের মতো পরিচ্ছন্ন ভাবমূর্তি ও জনভিত্তিসম্পন্ন প্রার্থী এই আসনে স্পষ্টভাবেই এগিয়ে। জনগণের ক্ষোভ, পরিবর্তনের আকাঙ্ক্ষা এবং যোগ্য নেতৃত্বের প্রত্যাশা—সবকিছু মিলিয়ে এই আসনে ধানের শীষের বিজয়ের সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল।
উপসংহার
সব মিলিয়ে, রোকন উদ্দিন বাবুলের মনোনয়ন লালমনিরহাট-২ আসনের রাজনীতিতে নতুন গতি ও আশা তৈরি করেছে। জনগণের আস্থা, দলীয় ঐক্য এবং মাঠপর্যায়ের শক্ত অবস্থান যদি বজায় থাকে, তবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে ধানের শীষের বিজয় কেবল প্রত্যাশা নয়—বাস্তবতায় রূপ নেওয়ার পথে।
