নাইজেরিয়ায় নামাজের সময় মসজিদে বিস্ফোরণ, প্রাণ হারালেন ৭
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত : ১০:১৪ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ বৃহস্পতিবার
পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বর্নো প্রদেশের রাজধানী মাইদুগুরিতে একটি জনাকীর্ণ মসজিদে ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মাগরিবের নামাজের সময় হওয়া এই হামলায় অন্তত সাতজন নিহত এবং ৩৫ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে নাইজেরিয়া পুলিশের মুখপাত্র নাহুম দাসো এই তথ্য নিশ্চিত করেছেন।
বিবিসি ও আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, বর্নোর রাজধানী মাইদুগুরির ব্যস্ততম গাম্বোরু মার্কেট এলাকার একটি মসজিদে সন্ধ্যায় মুসল্লিরা যখন নামাজে মগ্ন ছিলেন, ঠিক তখনই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বিস্ফোরণের পর পুরো মার্কেট এলাকায় ধুলার আস্তরণ জমে গেছে এবং আতঙ্কিত মানুষ দিকবিদিক ছুটোছুটি করছেন।
মসজিদের ইমাম মাওলানা আবুনা ইউসুফ জানান, তিনি অন্তত আটজনের মরদেহ দেখেছেন। অন্যদিকে, মিলিশিয়া নেতা বাবাকুরা কলো নিহতের সংখ্যা সাত বলে নিশ্চিত করেছেন।
বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া না গেলেও এবং কোনো গোষ্ঠী এখনো দায় স্বীকার না করলেও, সন্দেহের তীর জঙ্গি সংগঠন বোকো হারাম এবং তাদের সহযোগী আইএস পশ্চিম আফ্রিকা প্রদেশের (ISWAP) দিকে। ২০০৯ সাল থেকে এই অঞ্চলে ইসলামি খিলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে সশস্ত্র অভিযান চালিয়ে আসছে বোকো হারাম।
জাতিসংঘের হিসেবে, গত ১৫ বছরের এই সংঘাতে এই অঞ্চলে অন্তত ৪০ হাজার মানুষ নিহত হয়েছে এবং প্রায় ২০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। উল্লেখ্য, ২০২১ সালের পর মাইদুগুরি শহর তুলনামূলক শান্ত থাকলেও রোববারের এই হামলা প্রমাণ করে যে, সশস্ত্র গোষ্ঠীগুলো এখনও বড় ধরনের প্রাণঘাতী হামলা চালানোর সক্ষমতা রাখে।
পুলিশ মুখপাত্র নাহুম দাসো জানিয়েছেন, বিস্ফোরণের পরপরই বোমা নিষ্ক্রিয়কারী একটি দল ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করেছে। আহতদের দ্রুত নিকটস্থ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শী মুসা ইউশাউ জানান, তিনি বহু মানুষকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যেতে দেখেছেন।
উত্তর-পূর্ব নাইজেরিয়ার পাশাপাশি পার্শ্ববর্তী নাইজার, চাদ ও ক্যামেরুনেও এই সশস্ত্র গোষ্ঠীগুলোর সহিংসতা সম্প্রতি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
