বৃহস্পতিবার   ২৫ ডিসেম্বর ২০২৫   পৌষ ১১ ১৪৩২   ০৫ রজব ১৪৪৭

বিমানের আসনে বসা ছবি দিয়ে তারেক রহমানের ফেসবুক পোস্ট যা লিখলেন

অনলাইন ডেস্ক

প্রকাশিত : ১০:০৪ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ বৃহস্পতিবার

দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সপরিবারে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর এই ঐতিহাসিক প্রত্যাবর্তনকে কেন্দ্র করে যখন দেশজুড়ে টানটান উত্তেজনা, ঠিক তখনই মাঝ আকাশ থেকে এক আবেগঘন বার্তায় নিজের অনুভূতির প্রকাশ ঘটালেন তিনি।

বৃহস্পতিবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে বিমানের ভেতরে বসে থাকা একটি ছবি পোস্ট করেন তারেক রহমান। ছবির ক্যাপশনে তিনি শুধু একটি শব্দই লিখেছেন— ‘ফেরা’।

 

 

তারেক রহমানের এই ‘ফেরা’ পোস্টটি মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। মাত্র কয়েক ঘণ্টায় এতে যুক্ত হয়েছে কয়েক লাখ রিঅ্যাকশন এবং হাজার হাজার মন্তব্য। দেশ-বিদেশের অগণিত সমর্থক তাঁকে স্বাগত জানিয়ে নানা মন্তব্য করছেন। শান্ত বিশ্বাস নামের এক ব্যবহারকারী লিখেছেন: “সব আল্লাহর ইচ্ছা। আল্লাহ যেহেতু সুযোগ করে দিয়েছেন আসুন—সোনার বাংলাদেশ গড়ি।”  মো. ইসমাইল হোসেন সজিব লিখেছেন: “বাংলার মানুষ আপনার থেকে সত্যিকারের লিডারশিপ আশা করে। ফেরাটা যেন ন্যায় ও ইনসাফের জন্য হয়।”

 

 

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট বিজি-২০২ (বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার) যোগে তিনি দেশে ফিরছেন। লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে স্থানীয় সময় বুধবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১২টা ১৫ মিনিট) বিমানটি উড্ডয়ন করে। ফ্লাইটটি লন্ডন থেকে সরাসরি সিলেটে অবতরণ করার কথা রয়েছে সকাল ৯টা ৫৫ মিনিটে। সেখানে এক ঘণ্টার যাত্রাবিরতি শেষে সকাল ১০টা ৫৫ মিনিটে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে। সবকিছু ঠিক থাকলে আজ দুপুর ১১টা ৪৫ মিনিট থেকে ১২টার মধ্যে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তিনি।

 

 

তারেক রহমানের সঙ্গে একই বিমানে দেশে ফিরছেন তাঁর স্ত্রী ডা. জোবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। এছাড়াও তাঁর ব্যক্তিগত সহকারী ও মিডিয়া টিমের সদস্যরাও সফরসঙ্গী হিসেবে রয়েছেন।

বিমানবন্দর থেকে তিনি সরাসরি পূর্বাচলের ৩০০ ফিট (৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে) এলাকায় আয়োজিত গণঅভ্যর্থনা মঞ্চে যাবেন এবং দীর্ঘ প্রতীক্ষিত বক্তব্য দেবেন। এরপর তিনি এভারকেয়ার হাসপাতালে তাঁর অসুস্থ মা বেগম খালেদা জিয়াকে দেখতে যাওয়ার কথা রয়েছে।