বুধবার   ২৪ ডিসেম্বর ২০২৫   পৌষ ১০ ১৪৩২   ০৪ রজব ১৪৪৭

দীপু ও শিশু আয়েশাকে হত্যার প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত : ০৭:২১ পিএম, ২৪ ডিসেম্বর ২০২৫ বুধবার

ময়মনসিংহের ভালুকায় পোশাক শ্রমিক দীপু চন্দ্র দাসকে মিথ্যা ধর্ম অবমাননার নামে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা,লক্ষ্মীপুরে ঘরে তালা দিয়ে আগুন লাগিয়ে শিশু কন্যা আয়েশা আক্তারকে পুড়িয়ে হত্যার প্রতিবাদে ঘন্টা ব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

 

মঙ্গলবার (২৩শে ডিসেম্বর)মৌলভীবাজার চৌমুহনী চত্বরে সচেতন সনাতনী যুব সমাজে’র আয়োজনে মানববন্ধনে সভাপতিত্ব করেন হিন্দু-বৌদ্ধ-খিস্টান কল্যাণ ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক স্বাগত কিশোর দাশ চৌধুরী ও সঞ্চালায় ছিলেন চন্দর রায়। এদিকে মানববন্ধনে উপস্থিত ছিলেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এডভোকেট সুনিল কুমার দাশ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট মৌলভীবাজার শাখার সভাপতি রুনু দত্ত, সাধারণ সম্পাদক শ্যামলী সূত্রধর, সচেতন সনাতনী যুব সমাজের সম্পাদক চন্দন রায়, যুগ্ম সম্পাদক রাজ সরকার, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট এর সদস্য এডভোকেট প্রদীপ কুমার দাশসহ অন্যান্যরা। পরে এক বিক্ষোভ মিছিল বের করা হয়।

 

মানববন্ধনে বক্তারা বলেন, ময়মনসিংহের পোশাক শ্রমিক দীপু চন্দ্র দাসকে মব তৈরি করে মিথ্যা ধর্ম অবমাননার নামে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা করা এবং লক্ষ্মীপুরে ঘরে তালা লাগিয়ে আগুন দিয়ে শিশু আয়েশা আক্তারকে পুড়িয়ে হত্যার বিচারের জোর দাবি জানান বক্তারা।