সোমবার   ০৬ অক্টোবর ২০২৫   আশ্বিন ২০ ১৪৩২   ১৩ রবিউস সানি ১৪৪৭

কী জাদু বেদিকার চোখে!

প্রকাশিত : ০৩:৩১ পিএম, ২৮ মে ২০১৯ মঙ্গলবার

 

‘চোখ তার চোরাবালি/ মন যে পাথর’— মন পাথর কিনা তা অজানা থাকলেও চোখ যে চোরাবালি তা নিয়ে সংশয় নেই। বলছি, ভারতের দক্ষিণী সিনেমার মডেল-অভিনেত্রী বেদিকার নয়ন যুগলের কথা। মডেলিংয়ের মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন তিনি। তারপর নাম লেখান চলচ্চিত্রে।

অভিনয় ক্যারিয়ারের এক যুগ পার করেছেন বেদিকা। তবে ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত তামিল ভাষার ‘পরদেশি’ সিনেমাটি তার অভিনয় ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করে। কারণ এতে অভিনয় করে দর্শক সমালোচকদের যেমন প্রশংসা কুড়ান তেমনি পুরস্কারও পান এই অভিনেত্রী। এর পরের বছরও আরেকটি হিট সিনেমা উপহার দেন তিনি।

বেদিকা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘কাঞ্চনা থ্রি’। তামিল ভাষার সিনেমাটি গত ১৯ এপ্রিল মুক্তি পেয়েছে। বর্তমানে তার অভিনীত তামিল, মালায়ালাম, কন্নড় ও হিন্দি ভাষার একটি করে সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। এছাড়া তামিল ভাষার নাম ঠিক না হওয়া একটি সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত তিনি। এ অভিনেত্রীকে নিয়েই সাজানো হয়েছে ফটো ফিচার।