বুধবার   ২৪ ডিসেম্বর ২০২৫   পৌষ ১০ ১৪৩২   ০৪ রজব ১৪৪৭

প্রকাশ্যে বই দেখে লিখছেন শিক্ষার্থীরা, ভিডিও ভাইরাল

অনলাইন ডেস্ক

প্রকাশিত : ০৯:৪৩ এএম, ২৪ ডিসেম্বর ২০২৫ বুধবার

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পিপুলিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসায় ফাজিল স্নাতক (অনার্স) পরীক্ষায় প্রকাশ্যে বই খুলে উত্তরপত্রে লেখার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই চাঞ্চল্যকর ঘটনায় টনক নড়েছে প্রশাসনের। বিষয়টি খতিয়ে দেখতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন।

 

 

ফেসবুকে ছড়িয়ে পড়া ২ মিনিট ২৭ সেকেন্ড ও দেড় মিনিটের দুটি ভিডিওতে দেখা যায়, একটি শ্রেণিকক্ষে পরীক্ষা চলছে। প্রায় প্রতিটি টেবিলের ওপর পরীক্ষার্থীদের সামনে খোলা বই রাখা। শিক্ষার্থীরা কোনো দ্বিধা ছাড়াই বই দেখে উত্তরপত্রে লিখছেন। জানা গেছে, পিপুলিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসায় গত রোববার ফাজিল প্রথম ও তৃতীয় বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হয়। যে কক্ষের ভিডিওটি ছড়িয়েছে, সেখানে ৪৪ জন পরীক্ষার্থী ছিলেন এবং তারা সবাই ওই মাদ্রাসারই শিক্ষার্থী।

 

 

স্থানীয়দের অভিযোগ, নিজ মাদ্রাসায় পরীক্ষাকেন্দ্র হওয়ায় শিক্ষকরাই শিক্ষার্থীদের বই দেখে লেখার সুযোগ করে দিয়েছেন। এমনকি মাদ্রাসাটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল কুদ্দুসের বিরুদ্ধে অসদুপায়ের সুযোগ করে দেওয়ার বিনিময়ে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগও উঠেছে।

তবে এসব অভিযোগ অস্বীকার করে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল কুদ্দুস বলেন:

 

"ভিডিওটি আমাদের প্রতিষ্ঠানের ঠিকই, তবে এটি পরীক্ষার কি না তা নিশ্চিত নই। আমার মনে হয় এটি শিক্ষার্থীদের কোনো অ্যাসাইনমেন্ট করার ভিডিও হতে পারে। একটি চক্র ষড়যন্ত্র করে ভিডিওটি ছড়িয়েছে।"

 

 

ঘটনাটি জানাজানি হওয়ার পর গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজন চন্দ্র রায় জানান, তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে রয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা শিক্ষা কর্মকর্তা ও উপজেলা আইসিটি কর্মকর্তা।

 

 

"আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদন সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মো. তৈয়ব হোসেনও বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, অসদুপায়ে পরীক্ষা নেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।