ভারতের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
প্রকাশিত : ০৩:২২ পিএম, ২৮ মে ২০১৯ মঙ্গলবার

বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে আগে ফিল্ডিং করবে বাংলাদেশ। টস জিতে বোলিং নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ভারত অধিনায়ক বিরাট কোহলি জানান, টস জিতলে তিনিও বোলিং নিতেন। কার্ডিফের সোফিয়া গার্ডেনে ম্যাচ শুরু বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায়।
প্রস্তুতির শেষ সুযোগ
বিশ্বকাপের আগে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় নিউজিল্যান্ডের কাছে ৬ উইকেটে হারে ভারত। আর পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচটা বৃষ্টিতে ভেসে গেছে।মূল মঞ্চে নামার আগে বাংলাদেশ ও ভারত দুই দলের জন্যই আজকের ম্যাচটা নিজেদের ঝালিয়ে নেওয়ার শেষ সুযোগ।