মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫   পৌষ ৯ ১৪৩২   ০৩ রজব ১৪৪৭

নির্বাচনে পুলিশের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা চাইলেন এসপিরা

তরুণকণ্ঠ অনলাইন

প্রকাশিত : ০৬:১০ পিএম, ২৩ ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠে নির্বাহী ম্যাজিস্ট্রেট বাড়ানোর পাশাপাশি পুলিশেকেও  ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রদানের দাবি তুলেছেন পুলিশ সুপাররা (এসপি)। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে ডিসি-এসপি, রেঞ্জ ডিআইজি, বিভাগীয় কমিশনার ও আঞ্চলিক কর্মকর্তাদের সঙ্গে নির্বাচন কমিশনের সম্মেলনে এ দাবি জানান তারা।

 

সম্মেলনে এসপিরা বলেন, নিয়মিত অভিযান চালিয়ে আসামি গ্রেপ্তার ও অবৈধ অস্ত্র উদ্ধার করতে গিয়ে যানবাহন ও জনবল সংকটে পড়তে হচ্ছে। একই দিনে দুটি নির্বাচন হলে তা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বলেও উল্লেখ করেন তারা। অসুস্থ ও প্রতিবন্ধী ভোটারদের সহায়তায় রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মী রাখার প্রস্তাবও দেন এসপিরা।

 

তারা আরও বলেন, আগের নির্বাচনগুলোতে পুলিশের বরাদ্দে বৈষম্য ছিল; এবার বাজেট বাড়ানোর প্রয়োজন রয়েছে। পাশাপাশি মাঠে নির্বাহী ম্যাজিস্ট্রেট বাড়ানোর পাশাপাশি পুলিশের ম্যাজিস্ট্রেসি পাওয়ার দাবি জানান তারা।

 

জেলা প্রশাসকরা সম্মেলনে বলেন, মাঠ পর্যায়ে যেসব বৈধ অস্ত্র এখনো রয়েছে, দ্রুত সেগুলো উদ্ধার করতে পুলিশের সহযোগিতা প্রয়োজন। দূরবর্তী এলাকায় যাতায়াতের জন্য হেলিকপ্টারের সুপারিশ করেন তারা। ডিসিদের দাবি, এআই ও অপতথ্য এখন বড় চ্যালেঞ্জ; আইনশৃঙ্খলা বজায় রাখতে তারা কঠোরভাবে আইন মেনে চলছেন। আগুনে পুড়ে যাওয়া যানবাহনগুলোর পরিবর্তে নতুন গাড়ির প্রয়োজন রয়েছে। এছাড়া গণভোট প্রচারের সময় বাড়ানো এবং সীমান্ত জেলাগুলোতে অতিরিক্ত নিরাপত্তা প্রয়োজন বলেও মত দেন জেলা প্রশাসকরা।