মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫   পৌষ ৯ ১৪৩২   ০৩ রজব ১৪৪৭

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ঘিরে ভিএইচপির বিক্ষোভ

তরুণকণ্ঠ অনলাইন

প্রকাশিত : ০৫:২৫ পিএম, ২৩ ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার

ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে আবারও বিক্ষোভ করেছে হিন্দুত্ববাদী সংগঠনগুলো। মঙ্গলবার (২৩ ডিসেম্বর)  সকালে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) এবং বজরং দলের ডাকে এই বিক্ষোভ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে হাইকমিশন এলাকা তিন স্তরের ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলে দিল্লি পুলিশ। মোতায়েন করা হয় বিপুল পুলিশ ও আধাসামরিক বাহিনী।

 

দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়, যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঠেকাতে সকাল থেকেই কড়া নিরাপত্তা নেওয়া হয়। এক পুলিশ কর্মকর্তা জানান, বিক্ষোভকারীদের গতিবিধি পর্যবেক্ষণে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর ‘নির্যাতন’ অভিযোগ তুলে গত কয়েক দিন ধরে ভারতের বিভিন্ন স্থানে বিক্ষোভ করছে হিন্দুত্ববাদী সংগঠনগুলো। ময়মনসিংহের ভালুকায় ১৮ ডিসেম্বর পোশাক শ্রমিক দীপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যার পর মরদেহ আগুন দিয়ে পোড়ানোর ঘটনা কেন্দ্র করে বিক্ষোভ আরও তীব্র হয়।

 

তবে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, দীপুকে চাকরি ছাড়তে বাধ্য করার পর কারখানার ফ্লোর ইনচার্জ ক্ষুব্ধ জনতার হাতে তুলে দেন। এরপর ধর্ম অবমাননার অভিযোগ তুলে তাকে হত্যা করা হয়। ঘটনাটির পর র‍্যাব ও পুলিশ মিলে ১০ জনকে গ্রেপ্তার করেছে।

 

হিন্দুত্ববাদী সংগঠনগুলোর উত্তেজনাকর পরিস্থিতির কারণে বাংলাদেশ হাইকমিশন দিল্লিতে সব ধরনের কনস্যুলার সেবা ও ভিসা প্রদান সাময়িকভাবে স্থগিত করেছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এসব সেবা বন্ধ থাকবে বলে হাইকমিশন জানিয়েছে।